আন্তর্জাতিক বিষয়াবলী

দক্ষিণ আমেরিকা মহাদেশ

Time: 12 Minutes
Marks: 20

ID Question
1 দক্ষিণ আমেরিকার চিরবসন্তের দেশ কোনটি ?
ক) ইকুয়েডর
খ) আর্জেন্টিনা
গ) ব্রাজিল
ঘ) চিলি
2 নিচের কোন দেশটি স্পেনের কলোনিভুক্ত ছিল না?
ক) ইকুয়েডর
খ) প্যারাগুয়ে
গ) সুরিনাম
ঘ) ভেনেজুয়েলা
3 চে গুয়েভারার দেশ কোথায় ?
ক) কিউবা
খ) আর্জেন্টিনা
গ) বলিভিয়া
ঘ) নিকারাগুয়া
4 আমাজন অরণ্য কয়টি দেশ জুড়ে বিস্তৃত ?
ক) ৭ টি
খ)  ৯ টি
গ) ১১ টি
ঘ) ১২ টি
5 বলিভার কোন দেশের মুদ্রার নাম ?
ক) গায়ানা
খ) প্যারাগুয়ে
গ) ভেনেজুয়েলা
ঘ) আর্জেন্টিনা
6 ডেথ অফ ক্যারাভান কোন দেশের সাথে সম্পর্কিত ?
ক) আর্জেন্টিনা
খ) চিলি
গ) ব্রাজিল
ঘ) প্যারাগুয়ে
7 পৃথিবীর বৃহত্তম লবনাক্ত ভূমি (Salar de Uyuni) কোন দেশে অবস্থিত ?
ক) ব্রাজিল
খ) আর্জেন্টিনা
গ) কলম্বিয়া
ঘ) বলিভিয়া
8 ইনকা সাম্রাজ্যের পতন ঘটে কোন শতকে ?
ক) ১৪ শতকে
খ) ১৫ শতকে
গ) ১৬ শতকে
ঘ) ১৭ শতকে
9 বিশ্বের সর্বাপেক্ষা সরু দেশ কোনটি ?
ক) উরুগুয়ে
খ) প্যারাগুয়ে
গ) ইকুয়েডর
ঘ) চিলি
10 ভৌগোলিক রেখার নাম অনুসারে কোন দেশের নামকরণ করা হয় ?
ক) সুরিনাম
খ) গায়ানা
গ) চিলি
ঘ) ইকুয়েডর
11 বিশ্বের উচ্চতম রাজধানী হল-
ক) কিটো
খ) বুয়েন্স আয়ার্স
গ) লাপাজ
ঘ) কারাকাস
12 স্বাধীনতার পূর্বে ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল ?
ক) স্পেন
খ) গ্রেট ব্রিটেন
গ) পর্তুগাল
ঘ) ফ্রান্স
13 কলম্বিয়া সরকার এবং ফার্কের (FARC) মধ্য শান্তি চুক্তি হয় কত সালে?
ক) ২০১৬
খ) ২০১৭
গ) ২০১৮
ঘ) ২০১৯
14 দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র হল-
ক) পেরু
খ) উরুগুয়ে
গ) গায়ানা
ঘ) সুরিনাম
15 ত্রি-মৈত্রী যুদ্ধের মিত্র শক্তি গুলো হল-
ক) আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ে
খ) ভেনেজুয়েলা, ব্রাজিল ও উরুগুয়ে
গ) আর্জেন্টিনা, ব্রাজিল ও উরুগুয়ে
ঘ) আর্জেন্টিনা, ব্রাজিল ও বলিভিয়া
16 ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে ফকল্যান্ড নিয়ে যুদ্ধ হয় কত সালে ?
ক) ১৯৭২
খ) ১৯৮২
গ) ১৯৮৬
ঘ) ১৯৮৮
17 বিশ্বে তেল মজুদে শীর্ষ দেশ কোনটি ?
ক) ব্রাজিল
খ) আর্জেন্টিনা
গ) চিলি
ঘ) ভেনেজুয়েলা
18 পৃথিবীর উচ্চতম হ্রদ কোনটি-
ক) ভিক্টোরিয়া হ্রদ
খ) বৈকাল হ্রদ
গ) টিটিকাকা হ্রদ
ঘ) সুপিরিয়র হ্রদ
19 ব্রাজিলের মুদ্রার নাম কি -
ক) পেসো
খ) র‍্যান্ড
গ) রিয়েল
ঘ) ডলার
20 জর্জটাউন কোন দেশের রাজধানী
ক) সুরিনাম
খ) ইকুয়েডর
গ) উরুগুয়ে
ঘ) গায়ানা
Online Calculator 7 8 9 4 5 6 1 2 3 0 . =
About Us

BCS is a competitive exam. Preliminary is the first step. If you want to go beyond this step, you must prepare well. The purpose of this test is to assist you with our preliminary, written, and viva experiences so that you can prepare well.

Contact Us

Email: mcqindex@gmail.com