1
হিউম্যান রাইটস ওয়াচ এর সদর দপ্তর কোথায়?
ক)  বার্লিন
খ)  লন্ডন
গ)  নিউইয়র্ক
ঘ)  জেনেভা
2
কোন দেশকে রেইনবো নেশন বলা হয় ?
ক)  জাপান
খ)  সাউথ আফ্রিকা
গ)  নরওয়ে
ঘ)  ইউএসএ
3
পঞ্চম ড্রাগনের দেশ বলা হয় কোন দেশকে?
ক)  জাপান
খ)  মায়ানমার
গ)  চীন
ঘ)  তাইওয়ান
4
ব্লু লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করে?
ক)  জার্মানি-=ফ্রান্স
খ)  চীন-ভারত
গ)  পাকিস্তান-আফগানিস্তান
ঘ)  ইসরাইল -লেবানন
5
ধীবরের দেশ হল-
ক)  ফিনল্যান্ড
খ)  নরওয়ে
গ)  সুইডেন
ঘ)  ডেনমার্ক
6
UNFCCC কখন স্বাক্ষরিত হয় ?
ক)  ১৯৭২
খ)  ১৯৮২
গ)  ১৯৯২
ঘ)  ২০০২
7
Green Climate Fund গঠিত হয় কত সালে?
ক)  ২০০৪
খ)  ২০০৭
গ)  ২০১০
ঘ)  ২০১৩
8
UNWTO এর সদর দপ্তর কোথায় ?
ক)  নাইরোবি, কেনিয়া
খ)  লন্ডন, যুক্তরাজ্য
গ)  বন, জার্মানি
ঘ)  স্পেন,মাদ্রিদ
9
সর্বপ্রথম মেরু অঞ্চলের ওজনস্তরে কার্বন লক্ষ করেন ?
ক)  আর্নেস্ট হেইকেল
খ)  নরব্যান বোরলাক
গ)  ওয়াংগেরি মাথাই
ঘ)  জোনাথন শাকলিন
10
WWF (World Wide Fund for Nature) প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক)  ২৬ এপ্রিল, ১৯৬১
খ)  ২৯ এপ্রিল, ১৯৬১
গ)  ২১ জুলাই ১৯৮১
ঘ)  ৪ জুন ১৯৮১
11
সেন্দাই ফ্রেমওয়ার্ক এর উদ্দেশ্য-
ক)  ওজন স্তর সুরক্ষা
খ)  জৈব নিরাপত্তা
গ)  গ্রিন হাঊজ গ্যাস কমানো
ঘ)  দুর্যোগের ঝুকি হ্রাস
12
দিয়াগো গার্সিয়া কোথায় অবস্থিত ?
ক)  প্রশান্ত মহাসগরে
খ)  আটলান্টিক মহাসাগরে
গ)  ভারত মহাসাগরে
ঘ)  দক্ষিণ চীন সাগরে
13
বিখ্যাত ট্রাফালগার স্কোয়ার কোন শহরে অবস্থিত?
ক)  ওয়াশিংটন
খ)  প্যারিস
গ)  নিউইয়র্ক
ঘ)  লন্ডন
14
জাপানের আইনসভার নাম কী?
ক)  পার্লামেন্ট
খ)  নেসেট
গ)  ডায়েট
ঘ)  সিনেট
15
রেড ক্রস এর সদর দপ্তর কোথায়?
ক)  জেনেভা
খ)  নিউইয়র্ক
গ)  লন্ডন
ঘ)  বার্লিন
16
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কত সালে প্রতিষ্ঠিত হয় ?
ক)  ১৯৯২
খ)  ১৯৯৩
গ)  ১৯৯৫
ঘ)  ১৯৯৬
17
জার্মানি ও ফ্রান্সের মধ্যে সুরক্ষিত সীমা রেখা হল -
ক)  জিগফ্রিড লাইন
খ)  ডুরান্ড লাইন
গ)  গ্রিন লাইন
ঘ)  সনোরা লাইন
18
সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত ?
ক)  কাঠমান্ডু
খ)  ভুটান
গ)  কাশ্মির
ঘ)  হিমাচল
19
ডাউ জোন কেন বিখ্যাত ?
ক)  কেনাকাঁটা
খ)  সরকারী অফিস
গ)  যুদ্ধ স্মৃতি
ঘ)  স্টক মার্কেট
20
৪৯ ডিগ্রি উত্তর অক্ষরেখা কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করে ?
ক)  ভারত-পাকিস্তান
খ)  মিশর সুদান
গ)  ইরাক-ইরান
ঘ)  কানাডা-যুক্তরাষ্ট্র