1
|
হিউম্যান রাইটস ওয়াচ এর সদর দপ্তর কোথায়?
ক) বার্লিন
খ) লন্ডন
গ) নিউইয়র্ক
ঘ) জেনেভা
|
2
|
কোন দেশকে রেইনবো নেশন বলা হয় ?
ক) জাপান
খ) সাউথ আফ্রিকা
গ) নরওয়ে
ঘ) ইউএসএ
|
3
|
পঞ্চম ড্রাগনের দেশ বলা হয় কোন দেশকে?
ক) জাপান
খ) মায়ানমার
গ) চীন
ঘ) তাইওয়ান
|
4
|
ব্লু লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করে?
ক) জার্মানি-=ফ্রান্স
খ) চীন-ভারত
গ) পাকিস্তান-আফগানিস্তান
ঘ) ইসরাইল -লেবানন
|
5
|
ধীবরের দেশ হল-
ক) ফিনল্যান্ড
খ) নরওয়ে
গ) সুইডেন
ঘ) ডেনমার্ক
|
6
|
UNFCCC কখন স্বাক্ষরিত হয় ?
ক) ১৯৭২
খ) ১৯৮২
গ) ১৯৯২
ঘ) ২০০২
|
7
|
Green Climate Fund গঠিত হয় কত সালে?
ক) ২০০৪
খ) ২০০৭
গ) ২০১০
ঘ) ২০১৩
|
8
|
UNWTO এর সদর দপ্তর কোথায় ?
ক) নাইরোবি, কেনিয়া
খ) লন্ডন, যুক্তরাজ্য
গ) বন, জার্মানি
ঘ) স্পেন,মাদ্রিদ
|
9
|
সর্বপ্রথম মেরু অঞ্চলের ওজনস্তরে কার্বন লক্ষ করেন ?
ক) আর্নেস্ট হেইকেল
খ) নরব্যান বোরলাক
গ) ওয়াংগেরি মাথাই
ঘ) জোনাথন শাকলিন
|
10
|
WWF (World Wide Fund for Nature) প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক) ২৬ এপ্রিল, ১৯৬১
খ) ২৯ এপ্রিল, ১৯৬১
গ) ২১ জুলাই ১৯৮১
ঘ) ৪ জুন ১৯৮১
|
11
|
সেন্দাই ফ্রেমওয়ার্ক এর উদ্দেশ্য-
ক) ওজন স্তর সুরক্ষা
খ) জৈব নিরাপত্তা
গ) গ্রিন হাঊজ গ্যাস কমানো
ঘ) দুর্যোগের ঝুকি হ্রাস
|
12
|
দিয়াগো গার্সিয়া কোথায় অবস্থিত ?
ক) প্রশান্ত মহাসগরে
খ) আটলান্টিক মহাসাগরে
গ) ভারত মহাসাগরে
ঘ) দক্ষিণ চীন সাগরে
|
13
|
বিখ্যাত ট্রাফালগার স্কোয়ার কোন শহরে অবস্থিত?
ক) ওয়াশিংটন
খ) প্যারিস
গ) নিউইয়র্ক
ঘ) লন্ডন
|
14
|
জাপানের আইনসভার নাম কী?
ক) পার্লামেন্ট
খ) নেসেট
গ) ডায়েট
ঘ) সিনেট
|
15
|
রেড ক্রস এর সদর দপ্তর কোথায়?
ক) জেনেভা
খ) নিউইয়র্ক
গ) লন্ডন
ঘ) বার্লিন
|
16
|
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কত সালে প্রতিষ্ঠিত হয় ?
ক) ১৯৯২
খ) ১৯৯৩
গ) ১৯৯৫
ঘ) ১৯৯৬
|
17
|
জার্মানি ও ফ্রান্সের মধ্যে সুরক্ষিত সীমা রেখা হল -
ক) জিগফ্রিড লাইন
খ) ডুরান্ড লাইন
গ) গ্রিন লাইন
ঘ) সনোরা লাইন
|
18
|
সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত ?
ক) কাঠমান্ডু
খ) ভুটান
গ) কাশ্মির
ঘ) হিমাচল
|
19
|
ডাউ জোন কেন বিখ্যাত ?
ক) কেনাকাঁটা
খ) সরকারী অফিস
গ) যুদ্ধ স্মৃতি
ঘ) স্টক মার্কেট
|
20
|
৪৯ ডিগ্রি উত্তর অক্ষরেখা কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করে ?
ক) ভারত-পাকিস্তান
খ) মিশর সুদান
গ) ইরাক-ইরান
ঘ) কানাডা-যুক্তরাষ্ট্র
|