বাংলা ব্যাকরণ

প্রয়োগ-অপপ্রয়োগ

Time: 12 Minutes
Marks: 20

ID Question
1 অশুদ্ধ বাক্য কোনটি?
ক) আমি সন্তুষ্ট হলাম।
খ) উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।
গ) সে তার শিক্ষকের একান্ত অনুগত ছাত্র।
ঘ) অপব্যয় একটি মারাত্মক ব্যাধি।
2 শুদ্ধ বাক্য নির্ণয় করুন-
ক) এ কথা প্রমাণ হয়েছে।
খ) সর্ববিষয়ে বাহুল্যতা বর্জন কর।
গ) সে বড় দুরবস্থায় পড়েছে।
ঘ) লেখাপড়ায় তার মনযোগ নেই।
3 শুদ্ধ বাক্য কোনটি?
ক) দুর্বলবশত অনাথিনী বসে পড়ল
খ)  দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
গ) দুর্বলতাবশতঃ অনাথিনী বসে পড়ল
ঘ) দুর্বলবশত অনাথা বসে পড়ল
4 নর্তকিনীর নর্তকে সবাই বাহবা দিল। বাক্যটি কী কারনে অশুদ্ধ?
ক) লিঙ্গজনিত
খ) বানানজনিত
গ) বচন জনিত
ঘ) সন্ধিজনিত
5 শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন-
ক) দৈন্যতা প্রশংসানীয় নয়
খ) দীনতা প্রশংসনীয় নয়
গ) দৈন্যতা অপ্রশংসানীয়
ঘ)  দৈন্যতা নিন্দনীয়
6 কোনটি শুদ্ধ বাক্য?
ক) দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা
খ)  দারিদ্র্যতা বাংলাদেশের প্রধান সমস্যা
গ) দারিদ্রতা বাংলাদেশের প্রধান সমস্যা
ঘ) দরিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা
7 শুদ্ধ বাক্য কোনটি?
ক) ইহার আবশ্যকতা নেই।
খ) সে সভায় উপস্থিত ছিলেন।
গ) সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের একান্তভাবেই কাম্য।
ঘ) আমার এ কাজে সহযোগীতা নেই।
8 ‘বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর” বাক্যটির শুদ্ধরূপ কোনটি?
ক) বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
খ) বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
গ) বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
ঘ) বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর
9 শুদ্ধ বাক্য কোনটি?
ক) পরোপকার মানুষত্বের পরিচায়ক।
খ) মেয়েটি বিদ্যান কিন্তু ঝগড়াটে।
গ) শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব।
ঘ) তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দিলেন।
10 কোন বাক্যটি সঠিক নয়?
ক) আপনি রবীন্দ্রনাথকে পড়ে কী পেলেন?
খ) এমন কিছু লোকদের কথা বললেন, যারা রাজাকার।
গ) বাল্য হতেই তিনি কাব্য প্রিয়।
ঘ) এই মহিয়সী নারীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।
11 শুদ্ধ বাক্য নির্ণয় করুন-
ক) অনুমতি ছাড়া কারখানায় ঢুকা আইনত দণ্ডনীয় অপরাধ।
খ) অরন্য জনপদে একটি চমৎকার পুস্তক।
গ) অশ্রুজলে তার কপল ভিজে গেছে।
ঘ) আজকের সন্ধ্যা বড়ই মনোমুগ্ধকর।
12 শুদ্ধ বাক্য কোনটি?
ক) সে ক্রোধে আত্মহারা হইয়া উঠিয়াছে।
খ) রহিমা পাগল হয়ে গেছে
গ) যার লাঠি, তার ঘাটি।
ঘ) বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হইয়াছে।
13 শুদ্ধ বাক্য কোনটি?
ক) বাক্যটির উত্কর্ষতা প্রশংসনীয়।
খ) শুধুমাত্র তুমি গেলেই হবে
গ) তার বৈমাত্রেয় ভ্রাতা ডাক্তার।
ঘ) কেউ মরে বিল ছেঁচে, কেউ খায় শিং।
14 কোনটি অশুদ্ধ নয়?
ক) দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়।
খ) আমি সাক্ষী দিয়েছি।
গ) তাহার জীবন সংশয়াপূর্ণ ।
ঘ) অধ্যায়ন ছাত্রদের তপস্যা।
15 অশুদ্ধ বাক্য কোনটি?
ক) অন্নাভাবে ঘরে ঘরে হাহাকার।
খ) যাবতীয় প্রাণী এই গ্রহের বাসিন্দা।
গ) তিনি সস্ত্রীক বেড়াতে গেছেন।
ঘ) অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন।
16 নিচের কোন বাক্যটি সঠিক?
ক) আমি এ ঘটনা চাক্ষুস প্রত্যক্ষ করেছি
খ) আমি এ ঘটনা চাক্ষুস দেখেছি
গ) আমি এ ঘটনা স্বচক্ষে দেখেছি
ঘ) আমি এ ঘটনা স্বচক্ষে দেখিয়াছি
17 নিচের কোন বাক্যটি সঠিক?
ক) পূর্বদিকে সূর্য উদয় হয়।
খ)  গীতাঞ্জলী পড়েছ কি?
গ) নদীর জল হ্রাস হয়েছে।
ঘ) তোমার তথ্য গ্রহণযোগ্য নয়।
18 কোন বাক্যটি শুদ্ধ ?
ক) অনাথিনী মেয়েটি গ্রামবাসীর দ্বারে দ্বারে গিয়ে সাহায্য প্রার্থনা করছে।
খ) ঘটনা তার কাছে বর্ণনা হয়েছে।
গ) নারীটি সিংহিনী মূর্তিতে আবির্ভূত হয়েছে।
ঘ) বাংলাদেশ সংস্কৃতি চর্চার তীর্থক্ষেত্র।
19 অশুদ্ধ বাক্য কোনটি?
ক) ঝরণা ঝরনা সুন্দরী ঝরনা।
খ) কষ্ট অর্থ ক্লেশ।
গ) দারিদ্র্য আমাদের দেশের একটি অভিশাপ।
ঘ) আজকের সন্ধ্যা মনমুগ্ধকর
20 অশুদ্ধ বাক্য কোনটি?
ক) বাজিকরের অদ্ভুত খেলা দেখে ছাত্ররা আনন্দিত হল।
খ) তাহার সাংঘাতিক আনন্দ হইল।
গ) দিবারাত্র পরিশ্রমে তাহার স্বাস্থ্য ভঙ্গ হইয়াছে।
ঘ) প্রাতঃকালে লোকটি গাত্রোখান করে।
21 কোনটি সঠিক?
ক) তরঙ্গপুঞ্জ
খ) মেঘপুঞ্জ
গ) কুসুমপুঞ্জ
ঘ) কবিতাপুঞ্জ
Online Calculator 7 8 9 4 5 6 1 2 3 0 . =
About Us

BCS is a competitive exam. Preliminary is the first step. If you want to go beyond this step, you must prepare well. The purpose of this test is to assist you with our preliminary, written, and viva experiences so that you can prepare well.

Contact Us

Email: mcqindex@gmail.com