1
`Ab Initio’-এর বাংলা পরিভাষা কোনটি?
ক)  অধিহার
খ)  প্রারম্ভেই
গ)  ফেরারি
ঘ)  অনুপস্থিত ব্যক্তি
2
নামজারি কোন শব্দের পরিভাষা ?
ক)  Mutilated note
খ)  Mutatis Mutandis
গ)  Mutation
ঘ)  Mutiny
3
Quarantine-এর বাংলা পরিভাষা কোনটি?
ক)  বিচ্ছিন্নকরণ
খ)  আলাদা করা
গ)  সঙ্গরোধ
ঘ)  বিচ্ছিন্নতা
4
ছাটাই করা কোন শব্দের পরিভাষা ?
ক)  Abandon
খ)  Retrench
গ)  Trimming
ঘ)  cast off
5
Wisdom শব্দের বাংলা অর্থ কি?
ক)  জ্ঞান
খ)  বুদ্ধি
গ)  মেধা
ঘ)  প্রজ্ঞা
6
Consumer goods এর উপযুক্ত বাংলা পরিভাষা কী ?
ক)  ভোক্তার কল্যাণ
খ)  ক্রয়কৃত পণ্য
গ)  ভোগ্যপণ্য
ঘ)  ক্রেতার গুণাগুণ
7
Overrule -এর বাংলা পরিভাষা-
ক)  আমলে আনা
খ)  বাতিল করা
গ)  মুলতবি করা
ঘ)  নিয়মের অধিক
8
Excise duty এর পরিভাষা কোনটি
ক)  অতিরিক্ত কর
খ)  আবগারি শুল্ক
গ)  অর্পিত দায়িত্ব
ঘ)  অতিরিক্ত কর্তব্য
9
Quarterly শব্দের অর্থ কী?
ক)  সাপ্তাহিক
খ)  পাক্ষিক
গ)  ষান্মাষিক
ঘ)  ত্রৈমাসিক
10
Cease fire পরিভাষাটির বাংলা প্রতিশব্দ কোনটি?
ক)  আগুন নেভানো
খ)  অগ্নিনির্বাপণ দল
গ)  অস্ত্ৰ-সংবরণ
ঘ)  অস্ত্ৰ বাজেয়াপ্তকরণ
11
Manuscript শব্দটির বাংলা পারিভাষিক শব্দ–
ক)  হস্তলিপি
খ)  প্রতিলিপি
গ)  পাণ্ডুলিপি
ঘ)  অনুলিপি
12
‘অ-কারের পর ঔ-কার থাকলে উভয়ে মিলে ঔ-কার হয়’ - এর উদাহরণ কোনটি?
ক)  মহৌষধ
খ)  বনৌষধি
গ)  পরমৌষধ
ঘ)  পরমৌষধি
13
‘পশু + অধম’ - এর শুদ্ধ সন্ধি কী?
ক)  পশ্বধম
খ)  পশ্বাধম
গ)  পশুধম
ঘ)  পশাধম
14
‘রবীন্দ্র’ - এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক)  রব + ইন্দ্র
খ)  রবী + ইন্দ্র
গ)  রবি + ইন্দ্র
ঘ)  রবি + ঈন্দ্র
15
ম্ এর পরে যেকোনো বর্গীয় ধ্বনি থাকলে ম্ ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়। এর উদাহরণ কোনটি?
ক)  যজ্ঞ
খ)  তন্মধ্যে
গ)  সঞ্চয়
ঘ)  রাজ্ঞী
16
কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
ক)  বাক্ + দান = বাকদান
খ)  উৎ + ছেদ = উচ্ছেদ
গ)  সম্ + সার = সংসার
ঘ)  পর + পর = পরস্পর
17
‘নিষ্কর’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক)  নিঃ + কর
খ)  নীঃ + কর
গ)  নিষ + কর
ঘ)  নিস্ + কর
18
অঘোষ অল্পপ্রাণ ও ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনির পরে নাসিক্য ধ্বনি তালব্য ধ্বনি হয়। এর উদাহরণ কোনটি?
ক)  তৎ + রূপ = তদ্রুপ
খ)  সম্ + তাপ = সন্তাপ
গ)  রাজ্ + নী = রাজ্ঞী
ঘ)  তদ্ + কাল = তৎকাল
19
অহর্নিশ - সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক)  অহঃ + নিশা
খ)  অহ + নিশ
গ)  অহো + নিশা
ঘ)  অহর + নিশ
20
‘মনীষা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক)  মন + ঈষা
খ)  মনঃ + ইষা
গ)  মনস + ঈষা
ঘ)  মনো + ঈষা