1
|
ফারসি ভাষার উপসর্গ কোনটি?
ক) কম
খ) উৎ
গ) উন
ঘ) সু
|
2
|
কোনটি খাঁটি বাংলা উপসর্গ ?
ক) ভর
খ) পরা
গ) দুর
ঘ) উৎ
|
3
|
কোনটি আরবি উপসর্গ ?
ক) নিম
খ) বর
গ) গর
ঘ) না
|
4
|
‘খাস’ উপসর্গ কি অর্থজ্ঞাপক?
ক) অভাব
খ) খারাপ
গ) বিশেষ
ঘ) ভাল
|
5
|
এতদিন কোথায় নিখোঁজ ছিলেন ? এ বাক্যে নিখোঁজ উপসর্গটি কোন জাতীয় ?
ক) তৎসম
খ) খাঁটি বাংলা
গ) বিদেশী
ঘ) কোনটিই নয়
|
6
|
কারখানা, কারসাজি, কারচুপি প্রভৃতি শব্দের 'কার' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক) স্থান
খ) অধীন
গ) সহিত
ঘ) কাজ
|
7
|
সরাজ এর স উপসর্গটি কি অর্থে ব্যবহৃত ?
ক) উৎকৃষ্ট
খ) বিশিষ্ট
গ) সঙ্গে
ঘ) পূর্ণতা
|
8
|
একাধিক উপসর্গে গঠিত শব্দ হল-
ক) অতিশয়
খ) নিরাপরাধ
গ) প্রবেশ
ঘ) আকার
|
9
|
অবজ্ঞা, অবমাননা শব্দ দুটির ‘অব’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
ক) বিপরীত
খ) নিম্নে
গ) নিষেধ
ঘ) হীনতা
|
10
|
নিখুত,নিখোঁজ প্রভৃতি শব্দের ‘নি’ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত?
ক) উত্তম
খ) পূর্ণতা
গ) নাই
ঘ) উৎকৃষ্ট
|
11
|
কী হেতু এসেছ তুমি কহ বিস্তারিয়া - হেতু অনুসর্গটি কী অর্থ প্রকাশ করেছে ?
ক) ব্যাপার
খ) নিমিত্ত
গ) প্রার্থনা
ঘ) প্রসঙ্গ
|
12
|
‘আছ তুমি প্রভু জগৎ মাঝারে’ –এখানে ‘মাঝারে’ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) বাইরে
খ) মধ্যে
গ) সঙ্গে
ঘ) ব্যাপ্তি
|
13
|
এ জন্মের তরে বিদায় নিলাম এখানে ‘তরে’ অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে?
ক) মত
খ) নিকট
গ) হেতু
ঘ) নিমিত্ত
|
14
|
দুর কী ধরনের উপসর্গ ?
ক) তৎসম
খ) বাংলা
গ) বিদেশী
ঘ) মিশ্র
|
15
|
পুস্তিকা শব্দে ইকা কোন অর্থে যুক্ত হয়েছে ?
ক) বহুবচন বোঝাতে
খ) বৃহদার্থে
গ) ক্ষুদ্রার্থে
ঘ) বিশেষ অর্থে
|
16
|
কোনটি প্রাণিবাচক ও অপ্রাণিবাচক উভয় শব্দের বহুবচনে ব্যবহৃত হয় ?
ক) সকল
খ) বৃন্দ
গ) রাজি
ঘ) পাল
|
17
|
নিচের কোনটি বহুবচনবাচক শব্দ নয়?
ক) মঙ্গল
খ) সভা
গ) কুল
ঘ) গ্রাম
|
18
|
কোন বাক্যটি দ্বারা একবচন ও বহুবচন দু-ই বোঝায় ?
ক) বাজারে লোক জমেছে
খ) সিংহ বনে থাকে
গ) এটাই করিমদের বাড়ি
ঘ) বাগানে ফুল ফুটেছে
|
19
|
কোনটি বিশেষ নিয়মে স্ত্রীবাচক শব্দ হয়েছে?
ক) সতী
খ) কর্ত্রী
গ) সম্রাজ্ঞী
ঘ) কুহকিনী
|
20
|
নিচের কোনটি নিত্য পুংলিঙ্গ শব্দ নয়?
ক) পুরোহিত
খ) কৃতদার
গ) স্ত্রৈণ
ঘ) পাগল
|