বাংলা ব্যাকরণ

উপসর্গ ও অনুসর্গ

Time: 12 Minutes
Marks: 20

ID Question
1 ফারসি ভাষার উপসর্গ কোনটি?
ক) কম
খ) উৎ
গ) উন
ঘ) সু
2 কোনটি খাঁটি বাংলা উপসর্গ ?
ক) ভর
খ) পরা
গ) দুর
ঘ) উৎ
3 কোনটি আরবি উপসর্গ ?
ক) নিম
খ) বর
গ) গর
ঘ) না
4 ‘খাস’ উপসর্গ কি অর্থজ্ঞাপক?
ক) অভাব
খ) খারাপ
গ) বিশেষ
ঘ) ভাল
5 এতদিন কোথায় নিখোঁজ ছিলেন ? এ বাক্যে নিখোঁজ উপসর্গটি কোন জাতীয় ?
ক) তৎসম
খ) খাঁটি বাংলা
গ) বিদেশী
ঘ) কোনটিই নয়
6 কারখানা, কারসাজি, কারচুপি প্রভৃতি শব্দের 'কার' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক) স্থান
খ) অধীন
গ) সহিত
ঘ) কাজ
7 সরাজ এর স উপসর্গটি কি অর্থে ব্যবহৃত ?
ক) উৎকৃষ্ট
খ) বিশিষ্ট
গ) সঙ্গে
ঘ) পূর্ণতা
8 একাধিক উপসর্গে গঠিত শব্দ হল-
ক) অতিশয়
খ) নিরাপরাধ
গ) প্রবেশ
ঘ) আকার
9 অবজ্ঞা, অবমাননা শব্দ দুটির ‘অব’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
ক) বিপরীত
খ) নিম্নে
গ) নিষেধ
ঘ) হীনতা
10 নিখুত,নিখোঁজ প্রভৃতি শব্দের ‘নি’ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত?
ক) উত্তম
খ) পূর্ণতা
গ) নাই
ঘ) উৎকৃষ্ট
11 কী হেতু এসেছ তুমি কহ বিস্তারিয়া - হেতু অনুসর্গটি কী অর্থ প্রকাশ করেছে ?
ক) ব্যাপার
খ) নিমিত্ত
গ) প্রার্থনা
ঘ) প্রসঙ্গ
12 ‘আছ তুমি প্রভু জগৎ মাঝারে’ –এখানে ‘মাঝারে’ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) বাইরে
খ) মধ্যে
গ) সঙ্গে
ঘ) ব্যাপ্তি
13 এ জন্মের তরে বিদায় নিলাম এখানে ‘তরে’ অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে?
ক) মত
খ) নিকট
গ) হেতু
ঘ) নিমিত্ত
14 দুর কী ধরনের উপসর্গ ?
ক) তৎসম
খ) বাংলা
গ) বিদেশী
ঘ) মিশ্র
15 পুস্তিকা শব্দে ইকা কোন অর্থে যুক্ত হয়েছে ?
ক) বহুবচন বোঝাতে
খ) বৃহদার্থে
গ) ক্ষুদ্রার্থে
ঘ) বিশেষ অর্থে
16 কোনটি প্রাণিবাচক ও অপ্রাণিবাচক উভয় শব্দের বহুবচনে ব্যবহৃত হয় ?
ক) সকল
খ) বৃন্দ
গ) রাজি
ঘ) পাল
17 নিচের কোনটি বহুবচনবাচক শব্দ নয়?
ক) মঙ্গল
খ) সভা
গ) কুল
ঘ) গ্রাম
18 কোন বাক্যটি দ্বারা একবচন ও বহুবচন দু-ই বোঝায় ?
ক) বাজারে লোক জমেছে
খ) সিংহ বনে থাকে
গ) এটাই করিমদের বাড়ি
ঘ) বাগানে ফুল ফুটেছে
19 কোনটি বিশেষ নিয়মে স্ত্রীবাচক শব্দ হয়েছে?
ক) সতী
খ) কর্ত্রী
গ) সম্রাজ্ঞী
ঘ) কুহকিনী
20 নিচের কোনটি নিত্য পুংলিঙ্গ শব্দ নয়?
ক) পুরোহিত
খ) কৃতদার
গ) স্ত্রৈণ
ঘ) পাগল
Online Calculator 7 8 9 4 5 6 1 2 3 0 . =
About Us

BCS is a competitive exam. Preliminary is the first step. If you want to go beyond this step, you must prepare well. The purpose of this test is to assist you with our preliminary, written, and viva experiences so that you can prepare well.

Contact Us

Email: mcqindex@gmail.com