1
|
যে বহুব্রীহি সমাসে দুটি একরুপ বিশেষ্য দিয়ে এক জাতীয় কাজ বুঝায় তাকে বলে -
ক) সমানাধিকরণ বহুব্রীহি
খ) ব্যধিকরণ বহুব্রীহি
গ) ব্যতিহার বহুব্রীহি
ঘ) প্রত্যয়ান্ত বহুব্রীহি
|
2
|
নি-খরচে কোন সমাস?
ক) প্রত্যয়ান্ত বহুব্রীহি
খ) নঞ বহুব্রীহি
গ) ব্যধিকরণ বহুব্রীহি
ঘ) সমানাধিকরণ বহুব্রীহি
|
3
|
প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়
ক) উপমিত
খ) উপমান
গ) উপমেয়
ঘ) রুপক
|
4
|
মহাকীর্তি এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক) মহাণ যে কীর্তি
খ) মহা যে কীর্তি
গ) মহতি যে কীর্তি
ঘ) মহতী যে কীর্তি
|
5
|
কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে কী বলে?
ক) উপপদ তৎপুরুষ
খ) উপমান তৎপুরুষ
গ) উপমিত তৎপুরুষ
ঘ) উপমেয় তৎপুরুষ
|
6
|
আশৈশব এর ব্যাসবাক্য কোনটি ?
ক) শৈশব পর্যন্ত
খ) শৈশবের সূচনা থেকে শেষ পর্যন্ত
গ) শৈশব সদৃশ
ঘ) শৈশব তুল্য
|
7
|
পৌরসভা কোন তৎপুরুষ সমাস?
ক) ষষ্ঠী
খ) চতুর্থী
গ) তৃতীয়া
ঘ) শূণ্য
|
8
|
কৃষ্ণসর্প কোন সমাস?
ক) নিত্যসমাস
খ) অলুক সমাস
গ) প্রাদি সমাস
ঘ) সুপসুপা সমাস
|
9
|
যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কি?
ক) ব্যাসবাক্য
খ) সমস্যমান পদ
গ) সমস্তপদ
ঘ) সমাসবাক্য
|
10
|
সমাসের রীতি কোন ভাষা থেকে আগত-
ক) আরবি
খ) ফারসি
গ) ইংরেজি
ঘ) সংস্কৃত
|
11
|
বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?
ক) জনশ্রুতি
খ) অনমনীয়
গ) খাসমহল
ঘ) তপোবন
|
12
|
কোনটি উপমিত কর্মধারয় এর উদাহরণ?
ক) স্নেহনীড়
খ) কুসুমকোমল
গ) করপল্লব
ঘ) ঘনশ্যাম
|
13
|
দ্বিগু সমাসের কোন পদ প্রধান?
ক) পরপদ
খ) পূর্বপদ
গ) উভয়পদ
ঘ) অন্যপদ
|
14
|
কেবল দর্শন ব্যাসবাক্যটি কোন সমাসের উদাহরণ
ক) অলুক ততপূরুষ
খ) উপমান কর্মধারয়
গ) নিত্য সমাস
ঘ) উপমিত কর্মধারয়
|
15
|
অনুতাপ কোন সমাসের উদাহরণ ?
ক) অব্যয়ীভাব সমাস
খ) নিত্য সমাস
গ) প্রাদি সমাস
ঘ) অলুক তৎপুরুষ
|