বাংলা ব্যাকরণ

সমাস

Time: 10 Minutes
Marks: 20

ID Question
1 যে বহুব্রীহি সমাসে দুটি একরুপ বিশেষ্য দিয়ে এক জাতীয় কাজ বুঝায় তাকে বলে -
ক) সমানাধিকরণ বহুব্রীহি
খ) ব্যধিকরণ বহুব্রীহি
গ) ব্যতিহার বহুব্রীহি
ঘ) প্রত্যয়ান্ত বহুব্রীহি
2 নি-খরচে কোন সমাস?
ক) প্রত্যয়ান্ত বহুব্রীহি
খ) নঞ বহুব্রীহি
গ) ব্যধিকরণ বহুব্রীহি
ঘ) সমানাধিকরণ বহুব্রীহি
3 প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়
ক) উপমিত
খ) উপমান
গ) উপমেয়
ঘ) রুপক
4 মহাকীর্তি এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক) মহাণ যে কীর্তি
খ) মহা যে কীর্তি
গ) মহতি যে কীর্তি
ঘ) মহতী যে কীর্তি
5 কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে কী বলে?
ক) উপপদ তৎপুরুষ
খ) উপমান তৎপুরুষ
গ) উপমিত তৎপুরুষ
ঘ) উপমেয় তৎপুরুষ
6 আশৈশব এর ব্যাসবাক্য কোনটি ?
ক) শৈশব পর্যন্ত
খ) শৈশবের সূচনা থেকে শেষ পর্যন্ত
গ) শৈশব সদৃশ
ঘ) শৈশব তুল্য
7 পৌরসভা কোন তৎপুরুষ সমাস?
ক) ষষ্ঠী
খ) চতুর্থী
গ) তৃতীয়া
ঘ) শূণ্য
8 কৃষ্ণসর্প কোন সমাস?
ক) নিত্যসমাস
খ) অলুক সমাস
গ) প্রাদি সমাস
ঘ) সুপসুপা সমাস
9 যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কি?
ক) ব্যাসবাক্য
খ) সমস্যমান পদ
গ) সমস্তপদ
ঘ) সমাসবাক্য
10 সমাসের রীতি কোন ভাষা থেকে আগত-
ক) আরবি
খ) ফারসি
গ) ইংরেজি
ঘ) সংস্কৃত
11 বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?
ক) জনশ্রুতি
খ) অনমনীয়
গ) খাসমহল
ঘ) তপোবন
12 কোনটি উপমিত কর্মধারয় এর উদাহরণ?
ক) স্নেহনীড়
খ) কুসুমকোমল
গ) করপল্লব
ঘ) ঘনশ্যাম
13 দ্বিগু সমাসের কোন পদ প্রধান?
ক) পরপদ
খ) পূর্বপদ
গ) উভয়পদ
ঘ) অন্যপদ
14 কেবল দর্শন ব্যাসবাক্যটি কোন সমাসের উদাহরণ
ক) অলুক ততপূরুষ
খ) উপমান কর্মধারয়
গ) নিত্য সমাস
ঘ) উপমিত কর্মধারয়
15 অনুতাপ কোন সমাসের উদাহরণ ?
ক) অব্যয়ীভাব সমাস
খ) নিত্য সমাস
গ) প্রাদি সমাস
ঘ) অলুক তৎপুরুষ