1
|
ধর্মের ষাঁড় বাগধারাটির অর্থ হল -
ক) যথেচ্ছাচারী
খ) নির্বোধ লোক
গ) অপদার্থ
ঘ) তোষামোদকারী
|
2
|
কানু ছাড়া গীত নাই দ্বারা কী বুঝানো হয়েছে
ক) ঘুম কাতুরে
খ) দরিদ্র কিন্তু বিলাসী
গ) পোষাক সর্বস্ব
ঘ) একমাত্র অবলম্বন
|
3
|
‘ঢাক গুড় গুড়’ বাগধারাটির অর্থ কি?
ক) ঢাক জোরে বাজান
খ) প্রচার
গ) বিরক্তিকর আওয়াজ
ঘ) লুকোচুরি
|
4
|
এখন তার- ধুলোমুটোও সোনামুটো হচ্ছে। শূন্যস্থানে কোনটি বসবে?
ক) একাদশে বৃহস্পতি
খ) চাঁদের হাট
গ) এলাহী কাণ্ড
ঘ) খণ্ড প্রলয়
|
5
|
নিচের বাগধারার কোন জোড়াটি ভিন্নার্থক?
ক) বকধার্মিক-বিড়াল তপস্বী
খ) ব্যাঙের আধুলি - ব্যাঙের সর্দি
গ) মনিকাঞ্চন যোগ - সোনায় সোহাগা
ঘ) অন্ধের ষষ্টি -অন্ধের নড়ি
|
6
|
‘খাস তালুকের প্রজা’ প্রবাদটির অর্থ হলো-
ক) নিঃস্ব ব্যক্তি
খ) সৎ ব্যক্তি
গ) তোষামোদকারী
ঘ) খুব অনুগত ব্যক্তি
|
7
|
কুমিরের সান্নিপাত অর্থ হল
ক) তীরে পৌঁছার ঝুক্কি
খ) অসম্ভব ব্যাপার
গ) মুমূর্ষু অবস্থা
ঘ) আসন্ন বিপদ
|
8
|
‘পর্বতের মুষিক প্রসব’ প্রবনটির অর্থ-
ক) বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন
খ) বহু প্রত্যাশিত তুচ্ছ অর্জন
গ) বহু প্রত্যাশিত অর্জন
ঘ) বিরাট আয়োজন
|
9
|
‘রামগরুড়ের ছানা’ কথাটির অর্থ-
ক) কাল্পনিক জন্তু
খ) মুরগি
গ) গোমড়ামুখো লোক
ঘ) পুরাণোক্ত পাখি
|
10
|
গা করা’ দ্বারা নিচের কোনটি বুঝায়?
ক) আঘাত করা
খ) উপেক্ষা করা
গ) উদ্যোগী হওয়া
ঘ) অবহেলা করা
|
11
|
কোনটি জটিল বাক্য?
ক) লোকটি গরিব কিন্তু সৎ
খ) যদিও লোকটি গরিব তথাপি সৎ
গ) গরিব হলেও লোকটি সৎ
ঘ) গরিব হয়েও লোকটি সৎ
|
12
|
বাক্যের অর্থ গ্রহনের নিমিত্ত এক পদের পর অপর পদ শোনার যে ইচ্ছা থাকে তাকে কি বলে?
ক) যোগ্যতা
খ) আকাঙ্ক্ষা
গ) আসত্তি
ঘ) স্পৃহা
|
13
|
কোনটি সরল বাক্য
ক) যা করবার তা করেছি
খ) তুমি যা বলবে তাই ঠিক
গ) সে পরিশ্রমী বটে, কিন্তু নির্বোধ
ঘ) তুমি অধম বলে আমি উত্তম হবো না কেন?
|
14
|
তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি' এটা কোন আশ্রিত বাক্যের উদাহরণ?
ক) বিশেষ্য স্থানীয়
খ) বিশেষণ স্থানীয়
গ) ক্রিয়া বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য
ঘ) যৌগিক বাক্য
|
15
|
নিচের কোনটি মিশ্র বাক্যের উদাহরণ?
ক) যে ভালো ছেলে তাকে সবাই শ্রদ্ধা করে
খ) ভালো ছেলেকে সবাই ভালোবাসে
গ) তিনি গেলেন এবং আমরা গ্রামে ফিরলাম
ঘ) তুমি এলে আমরা যাব
|
16
|
অকালে যাকে জাগরণ করা হয় তাকে এক কথায় কি বলে?
ক) সব্যসাচী
খ) প্রত্যুদগমণ
গ) অকালবোধন
ঘ) অবিমৃষ্যকারী
|
17
|
‘যিনি ভালো ব্যাকরণ জানেন’- এক কথায় কি হয়?
ক) ব্যাকরণ বিশেষজ্ঞ
খ) ব্যাকরণবিদ
গ) বৈয়াকরণ
ঘ) বৈয়াকরণিক
|
18
|
একবার ফল দিয়ে যে গাছ মারা যায়-
ক) ঔষধি
খ) ওষধি
গ) ওষধী
ঘ) ঔষধী
|
19
|
যে নারী পূর্বে অপরের ‘বাগদত্তা’ ছিল-
ক) অন্যপূর্বা
খ) প্রোষিতভর্তৃকা
গ) অভিসারিণী
ঘ) মনসিজ
|
20
|
যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে-
ক) স্বয়ম্ভূ
খ) জাতিস্মর
গ) স্মার্ত
ঘ) দিদৃক্ষা
|