বাংলা ব্যাকরণ

গুরুত্বপূর্ণ টপিকস

Time: 12 minutes
Marks: 20

ID Question
1 পাপে বিরত হও - এখানে পাপে কোন কারকে কোন বিভক্তি ?
ক)  অপাদানে ৭মী
খ) অধিকরণে ৭মী
গ) সম্প্রদানে ৭মী
ঘ) করণে ৭মী
2 সামীপ্য অর্থে কোন অধিকরণ হয়?
ক) অভিব্যাপক
খ) আধারাধিকরণ
গ) ঐকদেশিক
ঘ) কালাধিকরণ
3 আলোয় আঁধার কাটে বাক্যে কোন আলোয় কোন কারকে কোন বিভক্তি?
ক) অধিকরণে ৭মী
খ) কর্তায় ৫মী
গ) অপাদানে ৫মী
ঘ) করণে ৭ মী
4 ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে কি বলে?
ক) সমাস
খ) কারক
গ) বিশেষণ
ঘ) সন্ধি
5 যুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধাক্ষরও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে?
ক) মাত্রাবৃত্ত
খ) অক্ষরবৃত্ত
গ) মুক্তক
ঘ) স্বরবৃত্ত
6 বাংলাদেশ কবিতাটি কোন ছন্দে লেখা হয়েছে?
ক) অক্ষরবৃত্ত
খ) মাত্রাবৃত্ত
গ) স্বরবৃত্ত
ঘ) কোনটিই নয়
7 পাঞ্জেরী কবিতার মূল পর্ব কত মাত্রার?
ক) 
খ) 
গ) 
ঘ) 
8 বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দ প্রথম ব্যবহৃত হয়-
ক) পদ্মাবতী নাটকে
খ) ব্রজাঙ্গনা কাব্যে
গ) বীরাঙ্গনা কাব্যে
ঘ) মেঘনাদবধ মহাকাব্যে
9 কোন বিরাম চিহ্নের বিরতিকাল নেই?
ক) হাইফেন
খ) কমা
গ) সেমিকোলন
ঘ) কোলন
10 একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবতারণা করতে কি চিহ্ন বসে?
ক) ড্যাস
খ) কোলন
গ) সেমিকোলন
ঘ) পূর্ণচ্ছেদ
11 বাক্যে সেমিকোলন থাকলে কতক্ষণ থামতে হয়?
ক) ১ বলতে যে সময় লাগে
খ) ১ বলার দ্বিগুণ সময়
গ) ১সেকেন্ড
ঘ) ২ সেকেন্ড
12 বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়?
ক) বাক্য সংকোচনের জন্য
খ) বাক্যের অর্থ স্পষ্টীকরণের জন্য
গ) বাক্যের সৌন্দর্যের জন্য
ঘ) বাক্যকে অলংকৃত করার জন্য
13 কোন জাতীয় শব্দে ষ ব্যবহৃত হয় না?
ক) তৎসম
খ) সংস্কৃতি
গ) বিদেশি
ঘ) তদ্ভব
14 কোনটি নিত্য মূর্ধন্য-ণ বাচক শব্দ ?
ক) পুন্য
খ) গ্রহণ
গ) স্মরণ
ঘ) অর্পণ
15 নিচের কোন শব্দে স্বভাবতই ণ হয়েছে?
ক) বক্ষমাণ
খ) স্থাণু
গ) শুণ্য
ঘ) গনণা
16 বৃষ্টি পড়ে টাপুর টুপুর - কোন ধরনের শব্দ?
ক) শব্দের দ্বিরুক্তি
খ) পদের দ্বিরুক্তি
গ) ছড়ার দ্বিরুক্তি
ঘ) ধ্বন্যাত্মক দ্বিরুক্তি
17 শারীরিক অস্বস্তির ভাবজ্ঞাপক দ্বিরুক্তি শব্দ
ক) দরদর
খ) কুটকুট
গ) খুটখুট
ঘ) করকর
18 ধ্বনি বাচক দ্বিরুক্তি শব্দ?
ক) দরদর
খ) কড়কড়
গ) মরমর
ঘ) নড়নড়
19 দুটি পুরুষ বাচক শব্দ রয়েছে নিচের কোনটির?
ক) ননদ
খ) প্রিয়া
গ) শিষ্যা
ঘ) আয়া
20 কোনটি অনুজ্ঞা?
ক) তুমি গিয়েছিলে
খ) তুমি যাও
গ) তুমি যাচ্ছিলে
ঘ) তুমি যাচ্ছ