1
|
একটি মোটর সাইকেল ৩৬০০০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হল। কত টাকায় বিক্রয় করলে ১৬% লাভ হত?
ক) ৫৩০০০
খ) ৫০০০০
গ) ৫২২০০
ঘ) ৫৫০০০
|
2
|
৪ টাকায় ১টি করে কমলা কিনে ২৪ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে ২০% লাভ হবে?
ক) ৫টি
খ) ৬টি
গ) ৪টি
ঘ) ৩টি
|
3
|
দশ টাকায় ছয়টি করা লেবু কিনে প্রতিটি দুই টাকায় বেচলে শতকরা কত লাভ হবে?
ক) ১০%
খ) ২০%
গ) ১২.৫%
ঘ) ১৫%
|
4
|
একটি জিনিস ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। জিনিসটির ক্রয়মূল্য কত?
ক) ৫০
খ) ১০০
গ) ২০০
ঘ) ৩০০
|
5
|
এক ডজন আম ৬০ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
ক) ২২ টাকা
খ) ২০ টাকা
গ) ২১ টাকা
ঘ) ১৮ টাকা
|
6
|
Which of the following words is misspelt?
a)  bureaicracy
b)  bunglow
c)  buoyant
d)  bumpkin
|
7
|
Which one is the correct spelling?
a)  alienation
b)  alleniation
c)  alenation
d)  alianation
|
8
|
No spelling mistake occurs in -
a)  Dilapedated
b)  Dellapidated
c)  Dilapidated
d)  Delapidated
|
9
|
Choose the correct spelling-
a)  Possession
b)  Posession
c)  Posesion
d)  Possesion
|
10
|
Identify the correct spelling -
a)  Perliament
b)  Parliament
c)  Perlament
d)  Parliament
|
11
|
যে রীতিতে ‘স্নান’ শব্দটি ‘সিনান’ (স্নান>সিনান) শব্দে পরিণত হয় তার নাম-
ক) অভিকর্ষ
খ) বিপ্রকর্ষ
গ) স্বরাগম
ঘ) অভিশ্রুতি
|
12
|
নিচের কোন শব্দে স্বভাবতই ণ হয়েছে?
ক) বক্ষমাণ
খ) স্থাণু
গ) শুণ্য
ঘ) গনণা
|
13
|
মাত্রাবৃত্ত ছন্দ সাধারণত ---- লয়ের ।
ক) ধীর
খ) মধ্য
গ) দ্রুত
ঘ) কোনটিই নয়
|
14
|
কোনটি বৃহৎ অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক) স্থলী
খ) একাঙ্গিকা
গ) ঘটি
ঘ) জমিদারনি
|
15
|
‘যিনি ভালো ব্যাকরণ জানেন’- এক কথায় কি হয়?
ক) ব্যাকরণ বিশেষজ্ঞ
খ) ব্যাকরণবিদ
গ) বৈয়াকরণ
ঘ) বৈয়াকরণিক
|
16
|
নিচের কোনটি মিশ্র বাক্যের উদাহরণ?
ক) যে ভালো ছেলে তাকে সবাই শ্রদ্ধা করে
খ) ভালো ছেলেকে সবাই ভালোবাসে
গ) তিনি গেলেন এবং আমরা গ্রামে ফিরলাম
ঘ) তুমি এলে আমরা যাব
|
17
|
কোনটি সরল বাক্য
ক) যা করবার তা করেছি
খ) তুমি যা বলবে তাই ঠিক
গ) সে পরিশ্রমী বটে, কিন্তু নির্বোধ
ঘ) তুমি অধম বলে আমি উত্তম হবো না কেন?
|
18
|
কুমিরের সান্নিপাত অর্থ হল
ক) তীরে পৌঁছার ঝুক্কি
খ) অসম্ভব ব্যাপার
গ) মুমূর্ষু অবস্থা
ঘ) আসন্ন বিপদ
|
19
|
ধর্মের ষাঁড় বাগধারাটির অর্থ হল -
ক) যথেচ্ছাচারী
খ) নির্বোধ লোক
গ) অপদার্থ
ঘ) তোষামোদকারী
|
20
|
মরি মরি, কি সুন্দর প্রভাতের রুপ - এখানে অনন্বয়ী অব্যয়ে কী প্রকাশ পেয়েছে?
ক) বিশ্ময়
খ) সম্মতি
গ) সম্ভাবনা
ঘ) উচ্ছ্বাস
|
21
|
মুক্তি এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক) মুচ্+ক্তি
খ) মুক+তি
গ) মুচ+ তি
ঘ) মুহ+ক্তি
|
22
|
ফুলদানি শব্দের দানি'র ভাষিক পরিচয় -
ক) শব্দ প্রত্যয়
খ) বিভক্তি
গ) ধাতু
ঘ) প্রত্যয়
|
23
|
প্রেম শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
ক) প্রে+ম
খ) প্রিয়+ এম
গ) প্রিয় + ইমন
ঘ) প্রেম+অ+ব
|
24
|
কেবল দর্শন ব্যাসবাক্যটি কোন সমাসের উদাহরণ
ক) অলুক ততপূরুষ
খ) উপমান কর্মধারয়
গ) নিত্য সমাস
ঘ) উপমিত কর্মধারয়
|
25
|
কোনটি উপমিত কর্মধারয় এর উদাহরণ?
ক) স্নেহনীড়
খ) কুসুমকোমল
গ) করপল্লব
ঘ) ঘনশ্যাম
|
26
|
ঘরমুখো কোন সমাস?
ক)  তৎপুরুষ
খ) ছদ্মবেশী সমাস
গ) প্রত্যয়ান্ত বহুব্রীহি
ঘ) কর্মধারয় সমাস
|
27
|
আশৈশব এর ব্যাসবাক্য কোনটি ?
ক) শৈশব পর্যন্ত
খ) শৈশবের সূচনা থেকে শেষ পর্যন্ত
গ) শৈশব সদৃশ
ঘ) শৈশব তুল্য
|
28
|
যে বহুব্রীহি সমাসে দুটি একরুপ বিশেষ্য দিয়ে এক জাতীয় কাজ বুঝায় তাকে বলে -
ক) সমানাধিকরণ বহুব্রীহি
খ) ব্যধিকরণ বহুব্রীহি
গ) ব্যতিহার বহুব্রীহি
ঘ) প্রত্যয়ান্ত বহুব্রীহি
|
29
|
কোন বাক্যটি দ্বারা একবচন ও বহুবচন দু-ই বোঝায় ?
ক) বাজারে লোক জমেছে
খ) সিংহ বনে থাকে
গ) এটাই করিমদের বাড়ি
ঘ) বাগানে ফুল ফুটেছে
|
30
|
দুর কী ধরনের উপসর্গ ?
ক) তৎসম
খ) বাংলা
গ) বিদেশী
ঘ) মিশ্র
|
31
|
‘আছ তুমি প্রভু জগৎ মাঝারে’ –এখানে ‘মাঝারে’ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) বাইরে
খ) মধ্যে
গ) সঙ্গে
ঘ) ব্যাপ্তি
|
32
|
অবজ্ঞা, অবমাননা শব্দ দুটির ‘অব’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
ক) বিপরীত
খ) নিম্নে
গ) নিষেধ
ঘ) হীনতা
|
33
|
সরাজ এর স উপসর্গটি কি অর্থে ব্যবহৃত ?
ক) উৎকৃষ্ট
খ) বিশিষ্ট
গ) সঙ্গে
ঘ) পূর্ণতা
|
34
|
নিচের কোনটি কুলিন এর বিপরীত শব্দ?
ক) কোমল
খ) লঘু
গ) অন্ত্যজ
ঘ) কুঞ্জন
|
35
|
যজমান এর বিপরীত শব্দ কোনটি?
ক) যতি
খ) বিরাগ
গ) চ্যুত
ঘ) পুরোহিত
|
36
|
প্রাকার শব্দের অর্থ কোনটি?
ক) প্রাচীর
খ) প্রচার
গ) প্রতিকার
ঘ) পরাজিত
|
37
|
বলাহক শব্দের সমার্থক নয় কোনটি ?
ক) জীমূত
খ) নীরদ
গ) পয়োদ
ঘ) বায়
|
38
|
মার্গ শব্দের অর্থ-
ক) পথ
খ) জ্ঞান
গ) পথিক
ঘ) ধর্ম
|
39
|
বীতিহোত্র এর সমার্থক শব্দ কোনটি?
ক) লালসা
খ) অগ্নি
গ) অপলক
ঘ) যজ্ঞ
|
40
|
অঘোষ অল্পপ্রাণ ও ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনির পরে নাসিক্য ধ্বনি তালব্য ধ্বনি হয়। এর উদাহরণ কোনটি?
ক) তৎ + রূপ = তদ্রুপ
খ) সম্ + তাপ = সন্তাপ
গ) রাজ্ + নী = রাজ্ঞী
ঘ) তদ্ + কাল = তৎকাল
|
41
|
ম্ এর পরে যেকোনো বর্গীয় ধ্বনি থাকলে ম্ ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়। এর উদাহরণ কোনটি?
ক) যজ্ঞ
খ) তন্মধ্যে
গ) সঞ্চয়
ঘ) রাজ্ঞী
|
42
|
‘অ-কারের পর ঔ-কার থাকলে উভয়ে মিলে ঔ-কার হয়’ - এর উদাহরণ কোনটি?
ক) মহৌষধ
খ) বনৌষধি
গ) পরমৌষধ
ঘ) পরমৌষধি
|
43
|
Quarantine-এর বাংলা পরিভাষা কোনটি?
ক) বিচ্ছিন্নকরণ
খ) আলাদা করা
গ) সঙ্গরোধ
ঘ) বিচ্ছিন্নতা
|
44
|
`Ab Initio’-এর বাংলা পরিভাষা কোনটি?
ক) অধিহার
খ) প্রারম্ভেই
গ) ফেরারি
ঘ) অনুপস্থিত ব্যক্তি
|
45
|
কোন বাক্যটির শুদ্ধ প্রয়োগ হয়েছে?
ক) অন্যায়ের ফল অনিবার্য
খ) অন্যায়ের শাস্তি মৃত্যু
গ) অন্যায়ের ফল ভয়াবহ
ঘ) অন্যায়ের ফল দুর্নিবার্য
|
46
|
নিচের কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত?
ক) কুম্ভীলেক
খ) পল্লল
গ) সরিসৃপ
ঘ) বৈদগ্ধ্য
|
47
|
কোন বানানটি অশুদ্ধ ?
ক) ভৌগোলিক
খ) জীর্ণশীর্ণ
গ) পরিখা
ঘ) সূচিষ্মিতা
|
48
|
কোন শব্দটির বানান শুদ্ধ ?
ক) স্বায়ত্তশাসন
খ) সায়ত্ত্বশাসন
গ) স্বায়ত্বশাসন
ঘ) সায়ত্তশাসন
|
49
|
অশুদ্ধ বাক্য কোনটি?
ক) আমি সন্তুষ্ট হলাম।
খ) উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।
গ) সে তার শিক্ষকের একান্ত অনুগত ছাত্র।
ঘ) অপব্যয় একটি মারাত্মক ব্যাধি।
|
50
|
কোনটি শুদ্ধ বাক্য?
ক) দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা
খ)  দারিদ্র্যতা বাংলাদেশের প্রধান সমস্যা
গ) দারিদ্রতা বাংলাদেশের প্রধান সমস্যা
ঘ) দরিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা
|