বাংলাদেশ বিষয়াবলী

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস

Time: 12 Minutes
Marks: 20

ID Question
1 বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়?
ক) ৯ মে ১৯৫৪
খ) ২২ ফেব্রুয়ারি ১৯৫৩
গ) ১৬ ফেব্রুয়ারি ১৯৫৬
ঘ) ২১ ফেব্রুয়ারি ১৯৫২
2 রাষ্ট্রভাষা বাংলাভাষার বিষয়ে সংসদে প্রথম দাবি উথাপন করেন-
ক) মাওলানা ভাসানী
খ) শেখ মুজিবুর রহমান
গ) ধীরেন্দ্রনাথ দত্ত
ঘ) এ.কে ফজলুল হক
3 ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি ?
ক) হাজার বছর ধরে
খ) আরেক ফাল্গুন
গ) দ্বিতীয় মৃত্যুর আগে
ঘ) রাইফেল রোটি আওরাত
4 ঐতিহাসিক একুশ দফা দাবির প্রথম দফা ছিল-
ক) বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা
খ) প্রাদেশিক স্বায়ত্তশাসন
গ) শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেওয়া
ঘ) কেন্দ্রীয় রাজধানী ঢাকায় স্থানান্তর করা
5 ১৯৫৬ সালে কোয়ালিশন সরকারের মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দপ্তরের মন্ত্রী ছিলেন ?
ক) কৃষি ও খাদ্য
খ) কৃষি ও পল্লী উন্নয়ন
গ) শিল্প, বাণিজ্য ও শ্রম
ঘ) আইন, বিচার ও সংসদ
6 ছয় দফা আনুষ্টানিকভাবে কত তারিখে ঘোষণা করা হয় ?
ক) ২৩ মার্চ ১৯৬৬
খ) ২৩ মার্চ ১৯৬৯
গ) ২৬ সেপ্টেমবর ১৯৬৬
ঘ) ১০ ফেব্রুয়ারি ১৯৬৬
7 ঐতিহাসিক ছয় দফায় যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না -
ক) শাসনতান্ত্রিক কাঠামো
খ) কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
গ) স্বতন্ত্র মুদ্রাব্যবস্থা
ঘ) বিচার-ব্যবস্থা
8 আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কখন ?
ক) জানুয়ারি ১৯৬৮
খ) মার্চ ১৯৬৮
গ) এপ্রিল ১৯৬৮
ঘ) মে ১৯৬৮
9 বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী কে ?
ক) ড. শামসুজ্জোহা
খ) শহীদুল্লা কায়সার
গ) মুনীর চৌধুরী
ঘ) জ্যোতির্ময় গুহ ঠাকুরতা
10 শহীদ আসাদ দিবস কবে?
ক) ২০ ফেব্রুয়ারি
খ) ২০ জানুয়ারি
গ) ৭ মার্চ
ঘ) ১০ জানুয়ারি
11 ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে পূর্ব পাকিস্তান থেকে স্বতন্ত্র কতজন নির্বাচিত হয় ?
ক) 
খ) 
গ) 
ঘ) 
12 ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু কয় দফা দাবি উথাপন করেন ?
ক) 
খ) 
গ) 
ঘ) 
13 বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা বার্তাটি কোন সংগঠনের মাধ্যমে বাংলাদেশের সকল স্থানে প্রচারিত হয়েছিল ?
ক) পুলিশ
খ) ইপিআর
গ) সেনাবাহিনী
ঘ) বিডিআর
14 মুজিবনরে কোন তারিখে স্বাধীনতার ঘোষণা করা হয়েছিল ?
ক) ২৬ মার্চ ১৯৭১
খ) ১০ এপ্রিল ১৯৭১
গ) ৬ সেপ্টেমর ১৯৭১
ঘ) ১০ নভেম্বর ১৯৭১
15 মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন ?
ক) খন্দকার মোশতাক
খ) তাজউদ্দীন আহমদ
গ) সৈয়দ নজরুল ইসলাম
ঘ) ক্যাপ্টেন মনসুর আলী
16 মুক্তিযুদ্ধে সেক্টর ২ এর অধিনায়ক ছিলেন-
ক) মেজর খালেদ মোশাররফ
খ) মেজর সি আর দত্ত
গ) মেজর কে এম সফিউল্লাহ
ঘ) মেজর জলিল
17 বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন ?
ক) লিওনিদ ব্রেজনভ
খ) আলেস্কি কোসিগিন
গ) আদ্রেই গ্রোমিকো
ঘ) নিকলাই পদগর্নি
18 বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম ইউরোপীয় দেশ হল-
ক) ইতালি
খ) যুক্তরাজ্য
গ) পোল্যান্ড
ঘ) ফ্রান্স
19 ১৯৭১ সালের কত তারিখে ভারত ও সোভিয়েত ইউনিয়ন মৈত্রী চুক্তি সম্পাদন কর?
ক) ২৯ জুলাই
খ) ১৯ জুন
গ)  ৯ মে
ঘ) ৯ আগস্ট
20 অপারেশন জ্যাকপট পরিচালিত হয় -
ক) ৫ আগস্ট ১৯৭১
খ) ১০ আগস্ট ১৯৭১
গ) ১৫ আগস্ট ১৯৭১
ঘ) ২০ আগস্ট ১৯৭১
Online Calculator 7 8 9 4 5 6 1 2 3 0 . =
About Us

BCS is a competitive exam. Preliminary is the first step. If you want to go beyond this step, you must prepare well. The purpose of this test is to assist you with our preliminary, written, and viva experiences so that you can prepare well.

Contact Us

Email: mcqindex@gmail.com