বাংলাদেশ বিষয়াবলী

বাংলাদেশের জাতীয় অর্জন

Time: 12 Minutes
Marks: 20

ID Question
1 বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের বড় অর্জন কোনটি?
ক) যুদ্ধপরাধীর বিচার
খ) সমুদ্রসীমা বিজয়
গ) বৈদেশিক মুদ্রার রিজার্ভ
ঘ) বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি
2 বাংলাদেশের প্রথম ডিজিটাল শহর কোনটি ?
ক) কিশোরগঞ্জ
খ) যশোর
গ) সিলেট
ঘ) পাবনা
3 ইউনেস্কো কত সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে?
ক) ১৯৯৮
খ) ১৯৯৯
গ) ২০০০
ঘ) ২০০১
4 বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন?
ক) সাধারণ পরিষদে
খ) নিরাপত্তা পরিষদে
গ) জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ে
ঘ) ইউনেস্কোতে
5 বাংলাদেশ কোন সালে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয় ?
ক) ১৯৯১ সালে
খ) ১৯৯৫ সালে
গ) ১৯৯৮ সালে
ঘ) ১৯৯৯ সালে
6 বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষী বাহিনীতে কাজ করছে ?
ক) ১৯৮৮ সাল
খ) ১৯৮৯ সাল
গ) ১৯৮৭ সাল
ঘ) ১৯৭৮ সাল
7 বাংলাদেশ স্কয়ার' কোথায় অবস্থিত ?
ক) লাইবেরিয়া
খ) হাইতি
গ) নাইজেরিয়া
ঘ) সোমালিয়া
8 মানব উন্নয়ন রিপোর্ট ২০১৯ অনুযায়ী, বাংলাদেশের বর্তমান অবস্থানে?
ক) ১৩২
খ) ১৩৫
গ) ১৩৭
ঘ) ১৩৮
9 জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাঙালি সভাপতি কে?
ক) মাসুদ বিন মোমেন
খ) খাজা ওয়াসিউদ্দিন
গ) শমসের মবিন চৌধুরী
ঘ) হুমায়ুন রশীদ চৌধুরী
10 বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের সদস্যপদ লাভ করে?
ক) ১ বার
খ) ২ বার
গ) ৩ বার
ঘ) ৪ বার
11 নিচের কোনটি বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য ?
ক) পাট
খ) রেশমী কাপড়
গ) চা
ঘ) জামদানি কাপড়
12 বাংলাদেশ কোন সালে ওআইসি এর সদস্য পদ লাভ করে?
ক) ১৯৭১ সালে
খ) ১৯৭২ সালে
গ) ১৯৭৩ সালে
ঘ) ১৯৭৪ সালে
13 বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্র সীমার মীমাংসা হয়েছে কোন আদালতে ?
ক) স্থায়ী সালিশি আদালতে
খ) সমুদ্র সীমাবিষয়ক আন্তর্জাতিক ট্রাইবুনালে
গ) আন্তর্জাতিক বিচার আদালতে
ঘ) বিশেষ সালিশি আদালতে
14 লালন ফকিরের জন্মস্থান কোথায়?
ক) কুষ্টিয়া
খ) ঝিনাইদহ
গ) মেহেরপুর
ঘ) নদীয়া
15 নাসায় কর্মরত কোন বাংলাদেশী জ্যোতির্বিজ্ঞানী নতুন পাঁচটি নক্ষত্র আবিষ্কার করেছেন?
ক) রুবাব খান
খ) সালমান খান
গ) কামাল জিহান
ঘ) শিহাব কামাল
16 শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদকটি পেয়েছিলেন?
ক) ফ্রিডম পদক
খ) ম্যাগসেসে পদক
গ) জওহরলাল নেহেরু পদক
ঘ) জুলিও কুরী পদক
17 ঢাকায় BIMSTEK এর সচিবালয় উদ্বোধন করা হয় -
ক) ১৩ সেপ্টেম্বর ২০১৪
খ) ১৩ সেপ্টেম্বর ২০১৫
গ) ৩০ সেপ্টেম্বর ২০১৬
ঘ) ২৩ সেপ্টেম্বর ২০১৭
18 নিম্নের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত?
ক) IJO
খ) APEC
গ) SAARC
ঘ) IJSG
19 বাংলাদেশ কমনওয়েলথ এর কততম সদস্য?
ক) ৩২
খ) ৩৪
গ) ৩৬
ঘ) ৩৮
20 ভারত-বাংলাদেশের সহযোগিতা, বন্ধুত্ব ও শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় -
ক) ১৯৭২
খ) ১৯৭৪
গ) ১৯৭৬
ঘ) ১৯৭৩
Online Calculator 7 8 9 4 5 6 1 2 3 0 . =
About Us

BCS is a competitive exam. Preliminary is the first step. If you want to go beyond this step, you must prepare well. The purpose of this test is to assist you with our preliminary, written, and viva experiences so that you can prepare well.

Contact Us

Email: mcqindex@gmail.com