বাংলাদেশ বিষয়াবলী

সংবিধান

Time: 12 Minutes
Marks: 20

ID Question
1 'রাষ্ট্রের পছন্দকৃত জীবন পদ্ধতিই সংবিধান' - উক্তিটি কে করেন ?
ক) এরিস্টটল
খ) প্লেটো
গ) রুশো
ঘ) সক্রেটিস
2 বাংলাদেশের সংবিধানের কত ধারা মোতাবেক রাষ্ট্রপতি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নিযুক্তি দেন ?
ক) ৫১(২) ধারা
খ) ৪৮ (১) ধারা
গ) ৫৬ (২) ধারা
ঘ) ৬৫ (২)
3 সংসদ অধিবেশন কতদিন পরপর ডাকা হয়?
ক) ৩০
খ) ৬০
গ) ৯০
ঘ) ১২০
4 'প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ' ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে ?
ক) 
খ) 
গ) 
ঘ) 
5 বাংলাদেশে সংবিধান কোন তারিখে গণপরিষদে গৃহীত হয়?
ক) ২৬ মার্চ,১৯৭৩
খ) ১২ অক্টোবর ১৯৭২
গ) ৪ নভেম্বর, ১৯৭২
ঘ) ১৬ ডিসেম্বর, ১৯৭২
6 গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা দেয়া আছে বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে--
ক) ১০
খ) ১১
গ) ১২
ঘ) ১৩
7 যুদ্ধপরাধীদের বিচারসংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদটি হলো -
ক) ৪৬
খ) ৪৭
গ) ১৪২
ঘ) ১৫২
8 সাংবিধানিক সংস্থা বা প্রতিষ্ঠান কয়টি?
ক) ৫ টি
খ) ৭ টি
গ) ৯ টি
ঘ) ১২ টি
9 বাংলাদেশর সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে ?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ
10 বাংলাদেশের সংবিধানে কয় ধরনের মালিকানার কথা বলা আছে?
ক) 
খ) 
গ) 
ঘ) 
11 ইনডেমনি বিল বাতিল করা হয় কত সালে?
ক) ১৯৯১
খ) ১৯৯৬
গ) ১৯৯৮
ঘ) ২০০৯
12 বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বর সংশোধনীর মাধ্যমে?
ক) 
খ) 
গ) ১১
ঘ) ১২
13 বাংলাদেশের সংবিধানিক নাম কি ?
ক) দি পিপলস রিপাবলিক বাংলাদেশ
খ) পিপলস রিপাবলিক অব বাংলাদেশ
গ) রিপাবলিক অব বাংলাদেশ
ঘ) দি পিপলস রিপাবলিক অব বাংলাদেশ
14 Universal Article বলা হয় কোন অনুচ্ছেদকে?
ক) 
খ) ২৭
গ) ৩৯
ঘ) ৬৫
15 সংবিধান হলো এমন কতগুলো আইন ও প্রচার সমষ্টি যার মাধ্যমে রাষ্ট্রীয় জীবন পরিচালিত হয়- কে বলেছেন?
ক) লর্ড ব্রাইস
খ) এরিস্টটল
গ) হবস
ঘ) জেলেনিক
16 সংসদ কর্তৃক গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট পেশ করার কত দিনের মধ্যে রাষ্ট্রপতি তাতে সম্মতি দান করবেন?
ক) ৭ দিন
খ) ১০ দিন
গ) ১৫ দিন
ঘ) ৩০ দিন
17 জরুরী অবস্থার সময় কতটি অনুচ্ছেদ স্থগিত থাকে ?
ক) ৩ টি
খ) ৪ টি
গ) ৫ টি
ঘ) ৬ টি
18 বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার সময় রাষ্ট্রপতি কে ছিলেন ?
ক) মোহাম্মদ উল্লাহ
খ) শেখ মুজিবুর রহমান
গ) আবু সাঈদ চৌধুরী
ঘ) এ. এন. এম. হামিদুল্লাহ্‌
19 বাংলাদেশের জাতীয় সংসদের সভাপতি কে?
ক) চিফ হুইপ
খ) মাননীয় প্রধানমন্ত্রী
গ) মাননীয় স্পিকার
ঘ) মহামান্য রাষ্ট্রপতি
20 ১৯৭১ সালের ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণার কথা বলা হয়েছে কোন তফসিলে?
ক) চতুর্থ তফসিল
খ) পঞ্চম তফসিল
গ) ষষ্ঠ তফসিল
ঘ) সপ্তম তফসিল
Online Calculator 7 8 9 4 5 6 1 2 3 0 . =
About Us

BCS is a competitive exam. Preliminary is the first step. If you want to go beyond this step, you must prepare well. The purpose of this test is to assist you with our preliminary, written, and viva experiences so that you can prepare well.

Contact Us

Email: mcqindex@gmail.com