Computer & ICT

কম্পিউটারের ইতিহাস

Time: 12 Minutes
Marks: 20

ID Question
1 আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য হচ্ছে-
ক) বৃহৎ স্মৃতির আধার
খ) দ্রুত গতিতে প্রশ্ন সমাধান
গ) ভ্রমশূন্য ফলাফল
ঘ) উপরের সবগুলো
2 প্রথম তৈরি পারসনাল কম্পিউটারের নাম কি?
ক) অ্যালটেয়ার ৮৮৮৮
খ) অ্যালটেয়ার ৮৮০০
গ) অ্যালটেয়ার ৮৭৮৭
ঘ) অ্যালটেয়ার ৮০৮০
3 এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গটিত হয়-
ক) সুপার কম্পিউটার
খ) হাইব্রিড কম্পিউটার
গ) মাইক্রো কম্পিউটার
ঘ) মিনি কম্পিউটার
4 IBM মাইক্রোকম্পিউটার বাজারে ছাড়ে কত সালে?
ক) ১৯৭৬
খ) ১৯৮৮
গ) ১৯৮১
ঘ) ১৯৭৮
5 অ্যাবাকাস কি?
ক) এক প্রকার প্রাচীনতম খাওয়ার পাত্র
খ) এক প্রকার প্রাচীনতম প্রসাধন সামগ্রীগ.এক প্রকার প্রাচীনতম গণনা যন্ত্রঘ.এক প্রকার প্রাচীনতম যন্ত্রযান
গ) এক প্রকার প্রাচীন গণনা যন্ত্র
ঘ) কোনটিই নয়
6 ১০ আগস্ট ২০১৫ থেকে গুগল যে কোম্পানির অধীন-
ক) ইউটিউব
খ) বেটা
গ) ওরাকল
ঘ) আলফাবেট
7 বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটারের নাম-
ক) ইউনিম্যাক
খ) ইউনিভ্যাক
গ) এনিয়াক
ঘ) পিডিপি
8 কম্পিউটারে কোনটি নেই?
ক) বুদ্ধি বিবেচনা
খ) নির্ভুল কাজ করার ক্ষমতা
গ) স্মৃতি
ঘ) পুনরাবৃত্তি
9 প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়-
ক) ট্রানজিটর
খ) আইসি
গ)  মাইক্রোপ্রসেসর
ঘ) বায়ু শূন্য ভালব
10 কম্পিউটারের আই.কিউ কত?
ক) ১০০
খ) ৫০ এর থেকে বেশি
গ) ৫০ এর কম
ঘ) 0
11 প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন কে
ক) চার্লস ব্যাবেজ
খ) লাইবনিজ
গ) বেল ল্যাবরেটরি
ঘ) এডওয়ার্ড এইকিন
12 প্রথম প্রজন্মের কম্পিউটার কোনটি-
ক) UNIVAC - 1
খ) IBM 650
গ) IBM 750
ঘ) IBM 702
13 ট্রানজিস্টর উদ্ভাবিত হয় কত সালে?
ক) ১৯৪৮
খ) ১৯৫৯
গ) ১৯৭১
ঘ) ১৯৭৮
14 IC উদ্ভাবন করেন
ক) চার্লস ব্যাবেজ
খ) বিল গেটস
গ) জে এস ক্যালবি
ঘ) ক্রিটসন
15 VLSI শব্দের পূর্ণরুপ হল
ক) Very Large Scale Integration
খ) Very Large System Information
গ) Very Long System Information
ঘ) Very large Scale Input
16 Wikipedia was founded in
ক) 2001
খ) 2002
গ) 2003
ঘ) 2004
17 ইউটিউবের বর্তমান CEO কে?
ক) Sundar Pichai
খ) Elon Mask
গ) Neal Mohan
ঘ) Tim Cook
18 Who was the first Apple computer designer?
ক) Steve Wozniak
খ) Steven Johnsen
গ) Steve Mark
ঘ) Wellington
19 সেমিকন্ডাকটর মেমোরি প্রথম ব্যবহার করা হয় কোন প্রজন্মের কম্পিউটারে
ক)  প্রথম প্রজন্ম
খ) দ্বিতীয় প্রজন্ম
গ) তৃতীয় প্রজন্ম
ঘ) চতুর্থ প্রজন্ম
20 প্রথম সংরক্ষিত প্রোগ্রাম কম্পিউটার কোনটি?
ক) পিডিপি ৮
খ) EDVAC
গ) Z 3
ঘ) ENIAC
Online Calculator 7 8 9 4 5 6 1 2 3 0 . =
About Us

BCS is a competitive exam. Preliminary is the first step. If you want to go beyond this step, you must prepare well. The purpose of this test is to assist you with our preliminary, written, and viva experiences so that you can prepare well.

Contact Us

Email: mcqindex@gmail.com