1
|
সংবাদপত্রের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে?
ক) ৩৯ (১) অনুচ্ছেদে।
খ) ৩৯ (২) ক অনুচ্ছেদে।
গ) ৩৯ (২) খ অনুচ্ছেদে।
ঘ) কোনটি নয়
|
2
|
ইনডেমনিটি অধ্যাদেশ কবে জারী করা হয়?
ক) ২৫ সেপ্টেম্বর, ১৯৭৫।
খ) ২৬ সেপ্টেম্বর, ১৯৭৫।
গ) ২৭ সেপ্টেম্বর, ১৯৭৫।
ঘ) ২৮ সেপ্টেম্বর, ১৯৭৫।
|
3
|
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরীর ক্ষমতা পায়?
ক) ২৮ (১)
খ) ২৮ (২)
গ) ২৮ (৩)
ঘ) ২৮ (৪)
|
4
|
জরুরী অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশিত হয় -
ক) প্রথম সংশোধনীতে
খ) দ্বিতীয় সংশোধনীতে
গ) তৃতীয় সংশোধনীতে
ঘ) চতুর্থ সংশোধনীতে
|
5
|
একাধারে কতদিন সংসদে অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ বাতিল হয়?
ক) ৬০ কার্যদিবস
খ) ৯০ কার্যদিবস
গ) ১২০ কার্যদিবস
ঘ) বাতিল হয় না
|
6
|
জাতীয় সংসদের কাস্টি ভোট বলা হয়?
ক) স্পিকারের ভোটকে
খ) প্রধানমন্ত্রীর ভোট
গ) মন্ত্রীদের ভোট
ঘ) কোনটি নয়
|
7
|
“সকল নাগরিক আইনের চোখে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী” বর্ণিত কোন অনুচ্ছেদে?
ক) ২৬ অনুচ্ছেদে
খ) ২৭ অনুচ্ছেদে
গ) ২৮ অনুচ্ছেদে
ঘ) ২৯ অনুচ্ছেদে
|
8
|
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে?
ক) দ্বাদশ সংশোধনী
খ) ত্রয়োদশ সংশোধনী
গ) চতুর্দশ সংশোধনী
ঘ) পঞ্চদশ সংশোধনী
|