Computer & ICT

কম্পিউটার সংগঠন,অপারেটিং সিস্টেম

Time: 12 Minutes
Marks: 20

ID Question
1 কম্পিউটারের সাংগঠনিক অংশ নয় কোনটি?
ক) ইনপুট ইউনিট
খ) রিপেয়ারিং ইউনিট
গ) মেমরি ইউনিট
ঘ) প্রসেসিং ইউনিট
2 কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে-
ক) কেন্দ্রিয় প্রকিয়াকরণ অংশ
খ) হার্ডওয়্যার ও অপারেটিং সিস্টেম অংশ
গ) হার্ডওয়্যার ও সফটওয়্যার অংশ
ঘ) সফটওয়্যার ও কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
3 নিম্নের কোনটি হার্ডওয়্যার নয়-
ক) মাউস
খ) মনিটর
গ) সিপিইউ
ঘ) পাওয়ার পয়েন্ট
4 মাইক্রোপ্রসেসরের কোন অংশটি ডাটা প্রসেসিং এর জন্য ব্যবহৃত হয়?
ক) ALU
খ) Control Unit
গ) Register Array
ঘ) Accumulator
5 Control Unit -
ক) Performs mathematical operations
খ) Performs logical operations
গ) Directs the movement of electrical signals
ঘ) Performs comparisons of numbers
6 কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয়-
ক) Mother Board
খ) ROM Board
গ) RAM Board
ঘ) System Unit
7 Serial port connector- এ Pin সংখ্যা কতটি?
ক) 9
খ) 16
গ) 18
ঘ) 24
8 USB Stands for -
ক) United serial Bus
খ) Universal Stragetic Bus
গ) Universal Serial Bus
ঘ) Uninterputed Strategic Bus
9 CPU speed of a personal computer is -
ক) 32 KIPS
খ) 100 KIPS
গ) 1 MIPS
ঘ) None of these
10 বারকোড রিডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়-
ক) Banks
খ) Medical laboratories
গ) Supermarkets
ঘ) Admission test
11 পিকচার ইলিমেন্টের সংক্ষিপ্ত রূপ-
ক) পিকমেন্ট
খ) আ্ইকন
গ) পিক্সেল
ঘ) কার্সর
12 A Terabyte consists of -
ক) 1024 gigabyte
খ) 1024 kilobyte
গ) 1024 megabyte
ঘ) None of these
13 কম্পিউটার সিস্টেম ‘ওয়ার্ড’ গঠনের সংমিশ্রণ হলো -
ক) Bytes
খ) Bits
গ) Characters
ঘ) Symbols
14 Data access time depends on -
ক) Seek time
খ) Rotational delay
গ) Operating frequency
ঘ) All of them
15 নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়?
ক) RAM
খ) Memory
গ) Hard Disk
ঘ) CPU
16 Firefox OS কে সংক্ষেপে কি বলা হয়?
ক) B2G
খ) G2G
গ) C3A
ঘ) F4F
17 নিচের কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স প্লাটফর্ম?
ক) Android
খ) IOS
গ) Windows Phone
ঘ) Symbian
18 MS Word এ ডকুমেন্টের File, Edit, View ইত্যাদি শব্দ বিশিষ্ট লাইনকে কি বলা হয়?
ক) টাইটেল বার
খ) স্ক্রলবার
গ) মেনুবার
ঘ) টুলবার
19 মেমোরি এবং ALU এর মধ্যে সংযোগ স্থাপন করে -
ক) কীবোর্ড
খ) র‍্যাম
গ) কন্ট্রোল ইউনিট
ঘ) মাউস
20 কোন ধরনের বাস(bus) ব্যাবহৃত হয় না?
ক) address bus
খ) data bus
গ) control bus
ঘ) input- reader bus