বাংলাদেশ বিষয়াবলী

বাংলাদেশের জনসংখ্যা, বাংলাদেশের অর্থনীতি, শিল্প ও বাণিজ্য+ শতকরা, সরল ও যৌগিক মুনাফা

Time: 12 Minutes
Marks: 20

ID Question
1 শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে 720 টাকার 2 বছর 4মাসের সুদ কত হবে?
ক) 83 টাকা
খ) 84 টাকা
গ) 82টাকা
ঘ) 90টাকা
2 একজন ব্যাক্তি 80,000 টাকা বার্ষিক 12% হারে মুনাফায় বিনিয়োগ করলে 2 বছরে কত টাকা মুনাফা পাবে
ক) 9600টাকা
খ) 8000টাকা
গ) 19200টাকা
ঘ) 20000টাকা
3 বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
ক) 10 টাকা
খ) 11 টাকা
গ) 11.5 টাকা
ঘ) 12 টাকা
4 বার্ষিক 3% হার সুদে 250 টাকার 6 বছরে যত সুদ হবে,বার্ষিক 5% হার সুদে কত টাকার 4 বছরে তত সুদ হবে?
ক) 330 টাকা
খ) 430 টাকা
গ) 225 টাকা
ঘ) 350 টাকা
5 কোন স্কুলে ৭০% পরীক্ষার্থী ইংরেজী এবং ৮০% পরীক্ষার্থী বাংলায় পাস করেছে। কিন্তু উভয় বিষয়ে ১০% ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০ জন পরীক্ষার্থী পাস করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
ক) ৪০০ জন
খ) ৫০০ জন
গ) ৬০০ জন
ঘ) ৭০০ জন
6 বেদে নামে পরিচিত ভ্রাম্যমান জনগোষ্ঠীর আদি নাম কী?
ক) মুরং
খ) রাজবংসী
গ) মনতং
ঘ) বেদী
7 বিশ্ব আদিবাসী দিবস হল-
ক) ৯ সেপ্টেম্বর
খ) ১৯ আগস্ট
গ) ২৯ জুলাই
ঘ) ৯ আগস্ট
8 NIPORT প্রতিষ্ঠিত হয়-
ক) ১৯৭৬ সালে।
খ) ১৯৭৭ সালে।
গ) ১৯৭৮ সালে।
ঘ) ১৯৭৯ সালে।
9 আদমশুমারি পরিচালনা করে-
ক) NIPORT
খ) BBS
গ) BANBEIS
ঘ) কোনটিই নয়
10 বাংলাদেশের প্রথম ঔষধ পার্ক কোথায় স্থাপিত হয়?
ক) গজারিয়া
খ) সাভার
গ) গাজীপুর
ঘ) ভালুকা
11 বাংলাদেশের মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত?
ক) রাঙ্গামাটি
খ) গাজীপুর
গ) সিলেট
ঘ) নারায়ণগঞ্জ
12 বাংলাদেশের প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কোথায় অবস্থিত?
ক) ঢাকা
খ) সিলেট
গ) খুলনা
ঘ) চট্টগ্রাম
13 বাংলাদেশে চীনা মাটির সন্ধান পাওয়া গেছে-
ক) বিজয়পুরে
খ) রানীগঞ্জে
গ) জামালগঞ্জে
ঘ) মহাস্থানগড়ে
14 বাংলাদেশে EPZ এর কার্যক্রম কোন সাল থেকে শুর হয় ?
ক) ১৯৮১
খ) ১৯৮২
গ) ১৯৮৩
ঘ) ১৯৮৪
15 বাংলাদেশে আমদানির প্রধান উৎস দেশ কোনটি ?
ক) ভারত
খ) যুক্তরাষ্ট্র
গ) চীন
ঘ) রাশিয়া
16 WTO এর চুক্তি অনুসারে বাংলাদেশ কোটাবিহীন বাজারে পোশাক সামগ্রী রপ্তানি শুরু করে নিচের কোন সাল থেকে?
ক) ২০০৭
খ) ২০০৫
গ) ২০০৩
ঘ) ২০০১
17 GSP এর পূর্ণরুপ কী?
ক) Generaal Scientific Process
খ) General Assistant of Police
গ) Generalised System of Preference
ঘ) General Secular Procedure
18 বাংলাদেশে বার্ষিক বৈদেশিক সাহায্যের পরিমাণ নির্ধারণকারী সংস্থা হচ্ছে-
ক) বিশ্বব্যাংক
খ) এশীয় উন্নয়ন ব্যাংক
গ) এইড টু প্যারিস কনসরটিয়াম
ঘ) বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম
19 'ক্যাশলেস বাংলাদেশ' এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়-
ক) ১৯ জানুয়ারি ২০২৩
খ) ২৯ জানুয়ারি ২০২৩
গ) ১৯ ফেব্রুয়ারি ২০২৩
ঘ) ২৯ মার্চ ২০২৩
20 লিড সনদে বিশ্বের সবচেয়ে পরিবেশ বান্ধব ১০ টি কারখানার মধ্যে বাংলাদেশের কয়টি রয়েছে
ক) ১০ টি
খ) ৯ টি
গ) ৮ টি
ঘ) ৭ টি
21 ২০২২-২৩ অর্থবছরে বাজেটের আকার ছিল জিডিপির-
ক) ১৪.৫ %
খ) ১৫.২ %
গ) ১৬.৬%
ঘ) ১৭.৩%
22 ২০২২-২০২৩ বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা-
ক) ৬.৫%
খ) ৬.৮%
গ) ৭.৫%
ঘ) ৭.৮%
23 বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংক কতটি ?
ক) ৬১ টি
খ) ৫৮ টি
গ) ৫৯ টি
ঘ) ৬৩টি
24 বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হবে-
ক) ২০২৪ সালে
খ) ২০২৫ সালে
গ) ২০২৬ সালে
ঘ) ২০২৭ সালে
25 ষষ্ঠ জনশুমারি ও গৃহ গণনা অনুসারে জনসংখ্যা বৃদ্ধির হার
ক) ১.৩৭%
খ) ১.৩২%
গ) ১.২২%
ঘ) ১.১১%
26 কুড়মালী ভাষাভাষী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী-
ক) মাহাতো
খ) মারমা
গ) খাসিয়া
ঘ) ওরাও
27 সবচেয়ে বেশি উপজাতি বাস করে যে জেলায়
ক) খাগড়াছড়ি
খ) ময়মনসিংহে
গ) রাঙামাটি
ঘ) বান্দরবান
28 ত্রিপুরাদের ভাষার নাম
ক) ককবরক
খ) মান্দি
গ) শাদরী
ঘ) মনখেমে
29 বর্তমানে স্বাক্ষরতার হার-
ক) ৭৪.৬৬%
খ) ৭৫.২১%
গ) ৭৫.৬৬%
ঘ) ৭৫.৪৬%
30 বর্তমান বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান-
ক) ২৩তম
খ) ২৬তম
গ) ৩২তম
ঘ) ৩৫তম