বাংলা ব্যাকরণ

প্রয়োগ-অপপ্রয়োগ, বানান ও বাক্য শুদ্ধি, পরিভাষা + গণিত

Time: 15 Minutes
Marks: 30

ID Question
1

\({6}x^{2} - 7x - 4 = 0\) সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?

ক) বাস্তব ও সমান
খ) বাস্তব ও অসমান
গ) অবাস্তব
ঘ) পূর্ণ বর্গ সংখ্যা
2

যদি \(({x - 5)}{(a + x)} = x^{2} - 25\) হয় তবে a এর মান কত?

ক) -5
খ) 5
গ) -25
ঘ) 25
3

\(x^{2} - 2x - 15 > 0\) এর সমাধান কোনটি?

ক) s = (x : x > 5 অথবা x < -3)
খ) s = (x : x < 5> -3)
গ) s = (x : x > 5 অথবা x > -3)
ঘ) s = (x : x < 5 অথবা x < -3)
4

দুই অংক বিশিষ্টি একটি সংখ্যা, অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অংক দুইটির যোগফল 12 হলে সংখ্যাটি কত?

ক) 57
খ) 75
গ) 39
ঘ) 93
5

দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি ৯। অংকদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রথম সংখ্যা হতে ২৭ বেশি। সংখ্যাটি কত?

ক) ২৭
খ) ৩৬
গ)  ৮১
ঘ) ৪২
6

\(\frac{1}{|x-1|}<{2} \) অসমতাটির সমাধান কোনটি?

ক) (-∝, 2) ∪ (5/2, +∝)
খ) (-∝, 1) ∪ (3, +∝)
গ) (1/2, 3/2)
ঘ) (-∝, 1/2) ∪ (3/2, +∝)
7

Wisdom শব্দের অর্থ-

ক) জ্ঞান
খ) বুদ্ধি
গ) মেধা
ঘ) প্রজ্ঞা
8

নিচের কোন বাক্যটি সঠিক?

ক) আমি এ ঘটনা চাক্ষুস দেখেছি
খ) আমি এ ঘটনা চাক্ষুস প্রত্যক্ষ করেছি
গ) আমি এ ঘটনা স্বচক্ষে দেখেছি
ঘ) আমি এ ঘটনা স্বচক্ষে দেখিয়াছি
9

 শুদ্ধ বাক্য কোনটি?

ক) দুর্বলবশত অনাথিনী বসে পড়ল
খ) দুর্বলতাবশত অনাথিনী বসে পড়ল
গ) দুর্বলবশত অনাথা বসে পড়ল
ঘ) দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
10

‘বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর'- বাক্যটির শুদ্ধরূপ কোনটি?

ক) বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
খ) বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
গ) বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
ঘ) বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর
11

শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন-

ক) দৈন্যতা প্রশংসানীয় নয়
খ) দীনতা প্রশংসনীয় নয়
গ)  দৈন্যতা অপ্রশংসানীয়
ঘ)  দৈন্যতা নিন্দনীয়
12

কোনটি শুদ্ধ বানান?

ক) স্বতঃস্ফূর্ত
খ) স্বতঃস্ফুর্ত
গ) সত্বোঃস্ফূর্ত
ঘ) সত্বোঃস্ফূর্ত
13

নির্ভুল বানান কোনটি?

ক) সূচীষ্মতা
খ) সূচিষ্মিতা
গ) সূচীস্মিতা
ঘ) শুচিস্মিতা
14

শুদ্ধ বাক্য কোনটি?

ক) তুমি, সে ও আমি কাল বইমেলায় যাব
খ) আমি, তুমি ও সে কাল বইমেলায় যাব
গ) সে, তুমি ও আমি কাল বইমেলায় যাব
ঘ) তুমি, আমি ও সে কাল বইমেলায় যাব
15

কোন বাক্যটি শুদ্ধ?

ক) মাতৃবিয়োগে তিনি শোকানলে দগ্ধ
খ) মাতৃবিয়োগে তিনি শোকানলে মগ্ন
গ) মাতা বিয়োগে তিনি সোকানলে দগ্ধ
ঘ) মাতৃবীয়োগে তিনি শোকানলে দগ্ধীভূত
16

কোন বানানটি শুদ্ধ?

ক) প্রজ্বল
খ) প্রোজ্জল
গ) প্রোজ্বল
ঘ) প্রোজ্জ্বল
17

নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?

ক) নিক্কণ, সূচগ্র, অনুর্ধ্ব
খ) অনূর্বর, ঊর্ধ্বগামী, শুদ্ধ্যশুদ্ধি
গ) ভূরিভূরি, ভূঁড়িওয়ালা, মাতৃস্বসা
ঘ) রানি, বিকিরণ, দুরতিক্রম্য
18

নির্ভুল বানান কোনটি?

ক) শ্রদ্ধাস্পদেষু
খ) শ্রদ্ধাস্পদেষূ
গ) শ্রদ্ধাস্পদাষু
ঘ) শ্রদ্ধাস্পদাসু
19

অষ্টরম্ভা’ শব্দটির অর্থ হল-

ক) আটটি রথ
খ) আট প্রকার ধাতু
গ) আটটি কলা
ঘ) আটজন অপ্সরী
20

কোনটি 'বাতাস' শব্দের সমার্থক নয়?

ক) পাবক
খ) মারুত
গ) পবন
ঘ) অনিল
21

‘পানি’র সমার্থক শব্দ-

ক) উদর
খ) উপল
গ) উদক
ঘ) উষার
22

নিচের কোনটি সূর্যের প্রতিশব্দ নয় ?

ক) অর্নব
খ) সবিতা
গ) অংশুমালী
ঘ) আদিত্য
23

অর্বাচীন-এর বিপরীতার্থক শব্দ-

ক) অচেনা
খ) নবীন
গ) প্রাচীন
ঘ) তরুণ
24

'আর্বিভাব' এর বিপরীতার্থক শব্দ কোনটি ?

ক) আগমন
খ) বাহির
গ) উত্তমর্ণ
ঘ) তিরোভাব
25

Quack -র পরিভাষা কোনটি?

ক) ভূমিকম্প
খ) হাতুড়ে
গ) ভূমিধস
ঘ) দ্রুতগামী
26

'Postage' শব্দটির পারিভাষিক শব্দ কোনটি?

ক) দরখাস্ত
খ) ডাকহরকরা
গ) ডাকসংক্রান্ত
ঘ) ডাকমাশুল
27

‘বেসাতি’ শব্দের প্রকৃত অর্থ কোনটি?

ক) পোশাক
খ) সাজ সজ্জা
গ) উপকরণ
ঘ) কেনাবেচা
28

'রাকা' শব্দের অর্থ কি ?

ক) পূর্ণিমা
খ) ক্রিয়াপদ
গ) মেয়েদের নাম
ঘ) কোনটিই নয়
29

'Chancellor'-এর পরিভাষা কোনটি?

ক) আচার্য
খ) অধ্যক্ষ
গ) উপাচার্য
ঘ) প্রাধ্যক্ষ
30

'আসার' শব্দের অর্থ কী?

ক) জলধারা
খ) মান বিশেষ
গ) প্রবল বৃষ্টিপাত
ঘ) অন্তসারশূন্য