বাংলা ব্যাকরণ

সমাস, প্রত্যয়,পদ + গণিত

Time: 15 Minutes
Marks: 30

ID Question
1

5+8+11+14+….. ধারটির কোন পদ 302?

ক) 100
খ) 101
গ) 102
ঘ) 103
2

একটি সমান্তর ধারার ১ম পদ ১ , শেষ পদ ৯৯ এবং সমষ্টি ২৫০০ হলে ধারাটির সাধারণ অন্তর কত?

ক) 2
খ) 3
গ) 4
ঘ) 6
3

সার্বিক সেট U ={1,2,3,4,5,6}, A = {1,3,5}, B = {3,5,6} হলে A'∩B' হবে--

ক) {1,4}
খ) {2,4}
গ) {2,3,5}
ঘ) {2,4,6}
4

৫৩ জন লোকের মধ্যে ৩৬ জন ফুটবল খেলে এবং ১৮ জন ক্রিকেট খেলে এবং ১০ জন ফূটবল বা ক্রিকেট কোনটিই খেলে না। কতজন ফুটবল এবং ক্রিকেট উভয়ই খেলে?

ক) ১০ জন
খ) ৯ জন
গ) ১১ জন
ঘ) ১২ জন
5

যদি U = {0,1,2,3,4,5,6,7,8,9}, A = {0,1,2,3,4}, B = {2,3,4,5,6,7} তাহলে U∩(A∪B)' এর মান নির্নয় করুন?

ক) {3,7,9}
খ) {2,6,8}
গ) {8,9}
ঘ) {0,1,5,6}
6

সাজসজ্জা কোন সমাসের উদাহরণ?

ক) তৎপুরুষ সমাস
খ) বহুব্রীহি সমাস
গ) দ্বিগু সমাস
ঘ) দ্বন্দ্ব
7

অব্যয়ীভাব সমাসের উদাহরণ কোনটি?

ক) অহিনকুল
খ) আমরা
গ) উপকূল
ঘ) বহুব্রীহি
8

রক্তাশোক যে সমাসের উদাহরণ?

ক) কর্মধারয়
খ) তৎপুরুষ
গ) বহুব্রীহি
ঘ) দ্বন্দ্ব
9

বীণাপাণি কোন সমাস?

ক) মধ্যপদলোপী কর্মধারয়
খ) ব্যধিকরণ বহুব্রীহি
গ) দ্বিগু সমাস
ঘ) মধ্যপদলোপী বহুব্রীহি
10

প্রিয়ংবদা শব্দটি কোন সমাস?

ক) বহুব্রীহি
খ) রুপক কর্মধারয়
গ) ষষ্ঠী তৎপুরুষ
ঘ) উপপদ তৎপুরুষ
11

‘অরণ্যে রোদন’- এর সঠিক অর্থ হচ্ছে-

ক) বনে কান্না করা
খ) নিষ্ফল আবেদন
গ) জঙ্গলে কান্না করা
ঘ) দিশেহারা হয়ে পড়া
12

‘ইঁদুর কপালে’-এর বিপরীত বাগ্‌ধারা কোনটি?

ক) অদৃষ্টের পরিহাস
খ) অন্ধকার লেখা
গ) একাদশে বৃহস্পতি
ঘ) কেউ ফেরৎ
13

‘চোখের পর্দা’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?

ক) চক্ষুশূল
খ) লজ্জা
গ) বেহায়া
ঘ) কপট
14

‘গোঁফ খেজুরে’— কোন অর্থে প্রয়োগ করা হয়?

ক) খুব চৌকস
খ) বড় গোফ
গ) নিতান্ত অলস
ঘ) চাটুকার
15

‘ঠোঁট কাটা’ বাগধারাটির সমার্থক বাগধারা কোনটি?

ক) চশমখোর
খ) খয়ের খা
গ) কুয়োর ব্যাঙ
ঘ) কলুর বলদ
16

সরল বাক্যের উদাহরণ কোনটি?

ক)  তাঁর বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি।
খ) যাদের বুদ্ধি নেই, তারাই এ কথা বিশ্বাস করবে।
গ) সত্য কথা না বলে বিপদে পড়েছি।
ঘ) যে ভিক্ষা চায়, তাকে দান করো।
17

নিচের কোনটি জটিল বাক্য?

ক) তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন।
খ) যে ছেলেটি এখানে এসেছিল, সে আমার ভাই।
গ) পরিশ্রমীরা জীবনে সফল হয়।
ঘ) সে ঘর ঝাড়ু দিল, ঘর মুছল, তারপর পড়তে বসল।
18

‘দোষ করেছ; অতএব শাস্তি পাবে।’- এটির জটিল বাক্য কী হবে?

ক) দোষ করেছ বলে শাস্তি পাবে।
খ) যেহেতু দোষ করেছ, সেহেতু শাস্তি পাবে।
গ) দোষ করলে তো শাস্তি পাবেই।
ঘ) দোষ করবে এবং শাস্তিও পাবে।
19

নিচের কোনটি সরল বাক্য?

ক) পরিশ্রমীরা জীবনে সাফল্য লাভ করে।
খ) সে এখানে এল এবং বসে পড়ল।
গ) লোকটি নিরক্ষর, কিন্তু অসভ্য নয়।
ঘ) বিপদ ও দুঃখ একসঙ্গে আসে।
20

‘যখন সে সুসংবাদ পেল, তখন সে আনন্দিত হলো’- বাক্যটির সরল বাক্যরূপ কোনটি?

ক) সে সুসংবাদ পেল এবং আনন্দিত হলো।
খ) সুসংবাদ পেয়ে সে আনন্দিত হলো।
গ) যেই সে সুসংবাদ পেল, সেই সে আনন্দিত হলো।
ঘ) যদি সুসংবাদ পাও, তবে আনন্দিত হও।
21

‘ভোজন’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

ক) ভোজ + অন
খ) ভুজ + অনট
গ) ভো + জন
ঘ) ভোজ +অনট
22

বাংলা কৃৎ প্রত্যয়ের উদাহরণ কোনটি?

ক) পাওনাদার
খ) একঘরে
গ) যাচাই
ঘ) ফুলদানি
23

‘উক্তি’-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

ক) বচ্ + চ
খ) বচ্ + উক্তি
গ) বহু + তি
ঘ) বচ্ + ক্তি
24

‘দাতা’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

ক) √দা + তৃচ
খ) √দা + তা
গ)  দাতৃ + আ
ঘ) দাত + আ
25

অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে?

ক) গেঁয়ো
খ) কানাই
গ) বেতো
ঘ) চোরা
Online Calculator 7 8 9 4 5 6 1 2 3 0 . =
About Us

BCS is a competitive exam. Preliminary is the first step. If you want to go beyond this step, you must prepare well. The purpose of this test is to assist you with our preliminary, written, and viva experiences so that you can prepare well.

Contact Us

Email: mcqindex@gmail.com