1
|
20সদস্যবিশিষ্ট ফুটবল দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ।অধিনায়ক কতভাবে নির্বচন করা যাবে?
ক) 20
খ) 190
গ) 380
ঘ) 760
|
2
|
SCIENCE শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সব কয়টি বর্ণকে সম্ভব্য যত উপায়ে সাজানো যায় তার সংখ্যা হচ্ছে?
ক) 60 বার
খ) 120 বার
গ) 180 বার
ঘ) 420 বার
|
3
|
9টি উপন্যাসের মধ্যে 2টি বিশেষ উপন্যাস একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়?
ক) 80640
খ) 60640
গ) 503238
ঘ) 908170
|
4
|
9 ব্যাক্তির একটি দল 2টি যানবহনে ভ্রমণ করবে। যার একটিতে 7 জনের বেশি এবং অন্যটিতে 4 জনের বেশি ধরে না। দলটি কত প্রকারে ভ্রমণ করবে?
ক) 246
খ) 146
গ) 264
ঘ) 144
|
5
|
বাংলা ভাষায় বিরাম চিহ্নের ব্যবহার কোন সালে থেকে শুরু হয়?
ক) ১৮২৯
খ) ১৮৪৭
গ) ১৮৭৯
ঘ) ১৮৮৪
|
6
|
বেগম রোকেয়ার রচনা কোনটি?
ক) আলোছায়া
খ) কেয়ার কাঁটা
গ) পদ্মরাগ
ঘ) রূপছন্দা
|
7
|
আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহাকবি কে?
ক) ফররুখ আহমেদ
খ) মীর মশাররফ হোসেন
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) কায়কোবাদ
|
8
|
চর্যাপদের ভাষা নিয়ে সর্বপ্রথম আলোচনা করেন ?
ক) ড.মুহম্মদ শহীদুল্লাহ
খ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ) বিজয়সেন
ঘ) হরপ্রশাদ শাস্ত্রী
|
9
|
চর্যাপদ গ্রন্থাকারে প্রকাশিত হয় ?
ক) ১৯০৭
খ) ১৯১২
গ) ১৯১৬
ঘ) ১৯১৮
|
10
|
অপভ্রংশ কথাটির অর্থ কী?
ক) উন্নত
খ) বিবৃত
গ) সাধারণ
ঘ) বিকৃত
|
11
|
'অভিসময়বিহঙ্গ' কার রচনা ?
ক) কাহ্নপা
খ) হাড়িপা
গ) ভুসুকুপা
ঘ) লুইপা
|
12
|
অপণা মাংসে হরিণা বৈরী- কে বলেছেন ?
ক) লুইপা
খ) শবরপা
গ) ভুসুকুপা
ঘ) কাহ্নপা
|
13
|
বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?
ক) কৃষ্ণকুমারী
খ) সধবার একাদশী
গ) শর্মিষ্ঠা
ঘ) নীলদর্পণ
|
14
|
কপালকুন্ডলা কোন প্রকৃতির রচনা ?
ক) রোমান্সমূলক উপন্যাস
খ) ঐতিহাসিক উপন্যাস
গ) বিয়োগান্তক
ঘ) সামাজিক উপন্যাস
|
15
|
মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি ?
ক) তিলোত্তমা কাব্য
খ) মেঘনাদ বধ কাব্য
গ) বেতাল পঞ্চবিংশতি
ঘ) বীরাঙ্গনা
|
16
|
জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় কোন সনে ?
ক) ১৯৭১ সালে
খ) ১৯৭৩ সালে
গ) ১৯৭৬ সালে
ঘ) ১৯৮০ সালে
|
17
|
‘সোজন বাদিয়ার ঘাট’- এর রচয়িতা কে ?
ক) কাজী নজরুল ইসলাম
খ) কায়কোবাদ
গ) শামসুর রাহমান
ঘ) জসীমউদ্দীন
|
18
|
মীর মশারফ হোসেন লিখিত নিম্নের রচনাগুলোর মধ্যে কোনটি নাটক?
ক) উদাসীন পথিকের মনের কথা
খ) রত্মাবলী
গ) জমিদার দর্পণ
ঘ) বিষাদ সিন্ধু
|
19
|
‘তোরাপ’ চরিত্রটি নিম্নের কোন নাটকের ?
ক) জমিদার দর্পণ
খ) নীলদর্পণ
গ) জনা
ঘ) প্রফুল্ল
|
20
|
বাংলা ভাষায় প্রথম গল্পধর্মী বই কোনটি?
ক) রামায়ণ
খ) শকুন্তলা
গ) বেতাল পঞ্চবিংশতি
ঘ) বেদান্ত গ্রন্থ
|
21
|
‘আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর’- কোন কবিতার চরণ?
ক) হিং টিং ছট
খ)  প্রিয়তমাষু
গ) নির্ঝরের স্বপ্নভঙ্গ
ঘ) আজি সৃষ্টি সুখের উল্লাসে
|
22
|
রবীন্দ্রনাথ রচিত প্রথম নাটক কোনটি?
ক) ডাকঘর
খ) অচলায়তন
গ) বাল্মীকি প্রতিভা
ঘ) রাজা ও রাণী
|
23
|
বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি?
ক) Rajmohans wife
খ) দুর্গেশনন্দিনী
গ) কপালকুণ্ডলা
ঘ) বিষবৃক্ষ
|
24
|
রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘মতিচুর’ কোন ধরনের রচনা?
ক) আত্মজীবনী
খ) উপন্যাস
গ) নাটক
ঘ) প্রবন্ধ
|
25
|
কায়কোবাদের কোন গ্রন্থটি পানিপথের তৃতীয় যুদ্ধের পটভূমিতে রচিত?
ক) অমিয়ধারা
খ) মহররম শরীফ
গ) অশ্রুমালা
ঘ) মহাশ্মশান
|
26
|
‘কারবালার প্রান্তরে’ গ্রন্থের রচয়িতা কে?
ক) কাজী নজরুল ইসলাম
খ) ফররুখ আহমদ
গ) মীর মশাররফ হোসেন
ঘ) কায়কোবাদ
|
27
|
দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?
ক) বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
খ) বিয়ে পাগলা বুড়ো
গ) কিঞ্চিত জলযোগ
ঘ) কল্কি অবতার
|
28
|
কোন আধুনিক কবি ব্রজবুলি ভাষায় কাব্য রচনা করেন?
ক) মাইকেল মধুসূদন দত্ত
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) অতুল প্রসাদ সেন
ঘ) জীবনানন্দ দাশ
|
29
|
নিচের কোনটি কাজী নজরুলের গানের বই?
ক) ঝিঙেফুল
খ) চন্দ্রবিন্দু
গ) মরু-ভাস্কর
ঘ) চক্রবাক
|
30
|
নিম্ন গ্রন্থগুলোর মধ্যে মধুসূদনের রচিত কোনটি?
ক) রত্নাবতী
খ) সীতার বনবাস
গ) মায়াকানন
ঘ) রামচরিত মানস
|