1
|
একটি থলিতে 6 টি নীল বল, 8 টি সাদা বল এবং 10 টি কালো বল আছে। দৈব ভাবে একটি বল তুললে সেটি সাদা না হবার সম্ভাবনা কত?
ক) 2/3
খ) 2/5
গ) 1/4
ঘ) 1/3
|
2
|
30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে যে কোন একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
ক) 1/2
খ) 3/5
গ) 5/11
ঘ) 6/11
|
3
|
একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে বিজোড় সংখা আসার সম্ভাবনা কোনটি ?
ক) 1/6
খ) 1/3
গ)  1/2
ঘ) 1
|
4
|
30 থেকে 40 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো হতে একটি সংখ্যা দৈবভাবে নেয়া হলো। সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত ?
ক) 3/11
খ) 2/11
গ) 3/10
ঘ) 2/10
|
5
|
সূর্য পূর্ব দিকে উদিত হওয়ার সম্ভাবনা কত ?
ক) 0
খ) 1
গ) 2
ঘ) 1/2
|
6
|
বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা কে ?
ক) চন্ডীদাস
খ) বড়ু চন্ডীদাস
গ) জ্ঞানদাস
ঘ) জয়দেব
|
7
|
মনসামঙ্গল কব্যের শেষ্ঠ কবি হলেন -
ক) মানিক দত্ত
খ) কানাহরি দত্ত
গ) বিজয়গুপ্ত
ঘ) মুকুন্দরাম চক্রবর্তী
|
8
|
কোনটি মৈমনসিংহ গীতিকা নয় ?
ক) মহুয়া
খ) মলুয়া
গ) চন্দ্রাবতী
ঘ) ভেলুয়া
|
9
|
মুরারী শীল কোন মঙ্গলকাব্যের চরিত্র ?
ক) চন্ডীমঙ্গল
খ) অন্নদামঙ্গল
গ) কালিকামঙ্গল
ঘ) মনসামঙ্গলের
|
10
|
কোন কবি মনসামঙ্গল কাব্যের লেখক নয় ?
ক) বিজয়গুপ্ত
খ) বিপ্রদাস পিপিলাই
গ) ঘনরাম চক্রবর্তী
ঘ) দ্বিজ বংশীদাস
|
11
|
গীতগোবিন্দ কোন ভাষায় রচিত ?
ক) বাংলা
খ) অসমীয়
গ) সংস্কৃত
ঘ) ব্রজবুলি
|
12
|
বাংলা সাহিত্যর মধ্যযুগের সময়কাল
ক) ৯০১-১২০০ খ্রিস্টাব্দ
খ) ১২০১-১৩৫০ খ্রিস্টাব্দ
গ) ১২০১-১৮০০ খ্রিস্টাব্দ
ঘ) ১৮০০ থেকে বর্তমান
|
13
|
বড়র পিরীতি বলির বাঁধ ! ক্ষণে হাতে দড়ি, ক্ষণেকে চাঁদ - কোন কাব্যের অমর উক্তি ?
ক) চন্ডীমঙ্গল
খ) মনসামঙ্গল
গ) অন্নদামঙ্গল
ঘ) ধর্মমঙ্গল
|
14
|
শ্রীচৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনী কাব্য কে রচনা করেছেন ?
ক) বৃন্দাবন দাস
খ) লোচন দাস
গ) জয়নন্দ
ঘ)  কৃষ্ণদাস কবিরাজ
|
15
|
নবীবংশ পুস্তকটি কে রচনা করেছেন ?
ক) গোলাম মোস্তফা
খ) মীর মশাররফ হোসেন
গ) সৈয়দ সুলতান
ঘ) মুহাম্মাদ মুকিম
|
16
|
মজিনু বিফল তপে অবরণ্যে বরি- এ চরণের বিফল তপে বলতে প্রকৃত অর্থে বঝানো হয়েছে -
ক) ব্যর্থ তপস্যায়
খ) বিদেশি ভাষা চর্চায়
গ) বাংলা ভাষার প্রতি অবহেলায়
ঘ) বাংলাদেশের প্রতি অনুরাগহীনতায়
|
17
|
কোনটি ঐতিহাসিক উপন্যাস -
ক) আনন্দমঠ
খ) দেবী চৌধুরাণী
গ) রাজসিংহ
ঘ) যুগলাঙ্গরীয়
|
18
|
কাজী নজরুল ইসলাম রচিত কোন উপন্যাসের প্রধান চরিত্র জাহাঙ্গীর-
ক) মৃত্যুক্ষুধা
খ) বাঁধনহারা
গ) কুহেলিকা
ঘ) কোনটিই নয়
|
19
|
অতি প্রাকৃত গল্প হল -
ক) অতিথি
খ) গুপ্তধন
গ) শুভা
ঘ) কর্মফল
|
20
|
কোনটি প্রহসন ?
ক) নীলদর্পণ
খ) নবীন তপস্বিনী
গ) লীলাবতী
ঘ) সধবার একাদশী
|
21
|
কোনটি গীতিকাব্য
ক) বিরহবিলাপ
খ) অশ্রুমালা
গ) মহাশ্মাশান
ঘ) শিব মন্দির
|
22
|
জসীমউদ্দীনের রচিত নিমন্ত্রণ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত ?
ক) বালুচর
খ) ধানখেত
গ) রাখালী
ঘ) সোজন বাদিয়ার ঘাট
|
23
|
১৮৫৫ সালে বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা লাভ করে ?
ক) শকুন্তলা
খ) সীতার বনবাস
গ) বর্ণপরিচয়
ঘ) ভ্রান্তিবিলাস
|
24
|
আধ্যাত্মিকা উপন্যাসের লেখক কে ?
ক) প্যারীচাঁদ মিত্র
খ) শামসুর রাহমান
গ) আলাউদ্দিন আল আজাদ
ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
|
25
|
ফুড কনফারেন্স গ্রন্থের রচয়িতা-
ক) প্রমথ চৌধুরী
খ) আবু ইসহাক
গ) মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ) আবুল মনসুর আহমদ
|
26
|
নেমেসিস নাটকে নুরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন?
ক) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
খ) ছিয়াত্তরের মন্বন্তর
গ) পঞ্চাশের মন্বন্তর
ঘ) একাত্তরের মুক্তি যুদ্ধ
|
27
|
চাঁদের অমাবস্যা কী জাতীয় গ্রন্থ ?
ক) বিজ্ঞান ভিত্তিক
খ) কাব্য
গ) উপন্যাস
ঘ) নাটক
|
28
|
সূর্যগ্রহন গল্পটি কে রচনা করেছেন?
ক) শওকত উসমান
খ) হুমায়ূন আহমেদ
গ) জহির রায়হান
ঘ) নুরুল মোমেন
|
29
|
পথ জানা নাই গ্রন্থটি কার লেখা ?
ক) আবুল মনসুর আহমদ
খ) আবদুল গাফফার চৌধুরী
গ) শামসুদ্দীন আবুল কালাম
ঘ) আবুল কালাম শামসুদ্দীন
|
30
|
সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি ?
ক) পঞ্চতন্ত্র
খ) প্রবন্ধ সংগ্রহ
গ) কালান্তর
ঘ) শাশ্বত বঙ্গ
|